প্রতিপক্ষের কাছে আতংকের নাম এবাদতের স্যালুট!

  • প্রকাশিতঃ
  • ৬ জানুয়ারি, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পাচ্ছেন না বিরাট কোহলি। ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি হাঁকান ভারতের টেস্ট অধিনায়ক। সেদিন ১৩৬ রান করে কোহলি কাটা পড়েন এবাদত হোসেনের বলে। দিবারাত্রির ম্যাচটিতে কোহলিকে ফিরিয়ে স্বভাবসুলভ ‘স্যালুট’ দিয়ে উদ্‌যাপন করেছিলেন এবাদত।

সেই যে কোহলি সেঞ্চুরি করে ফিরলেন, এরপর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ফরম্যাটেই সেঞ্চুরির দেখা নেই তার! উইকেট প্রাপ্তির পর এবাদতের স্যালুট দিয়ে উদ্‌যাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। টেস্ট ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই দলটিকেই তাদের মাঠে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

যে জয়কে নিজেদের ইতিহাসে টাইগারদের সেরা অর্জন বলা হচ্ছে। আর এই ইতিহাস গড়ার নায়ক এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে এবাদত কিউইদের গুঁড়িয়ে দেন। ডানহাতি পেসার তাই এই মুহূর্তে জাতীয় বীরে পরিণত হয়েছেন। আর উইকেট প্রাপ্তির পর তার ওই স্যালুট তো বাংলাদেশের বিজয় উদ্‌যাপনের প্রতীক এখন।
দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পাচ্ছেন না বিরাট কোহলি। ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি হাঁকান ভারতের টেস্ট অধিনায়ক। সেদিন ১৩৬ রান করে কোহলি কাটা পড়েন এবাদত হোসেনের বলে। দিবারাত্রির ম্যাচটিতে কোহলিকে ফিরিয়ে স্বভাবসুলভ ‘স্যালুট’ দিয়ে উদ্‌যাপন করেছিলেন এবাদত।

সেই যে কোহলি সেঞ্চুরি করে ফিরলেন, এরপর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ফরম্যাটেই সেঞ্চুরির দেখা নেই তার! উইকেট প্রাপ্তির পর এবাদতের স্যালুট দিয়ে উদ্‌যাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। টেস্ট ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই দলটিকেই তাদের মাঠে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

যে জয়কে নিজেদের ইতিহাসে টাইগারদের সেরা অর্জন বলা হচ্ছে। আর এই ইতিহাস গড়ার নায়ক এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে এবাদত কিউইদের গুঁড়িয়ে দেন। ডানহাতি পেসার তাই এই মুহূর্তে জাতীয় বীরে পরিণত হয়েছেন। আর উইকেট প্রাপ্তির পর তার ওই স্যালুট তো বাংলাদেশের বিজয় উদ্‌যাপনের প্রতীক এখন।

মাউন্ট মঙ্গানুই টেস্টে দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়েছেন এবাদত। এক একটি উইকেট নিয়েছেন আর স্যালুট দিয়ে উদ্‌যাপন করেছেন। এবাদত যখন প্রশংসায় ভাসছেন সবার, ঠিক সেই সময়ই কোহলির ওই আউটের বিষয়টি সামনে এসেছে।

সিনিয়র ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদার মজা করে ফেইসবুকে লিখেছেন, ‘২০১৯ সালে কলকাতায় এবাদত হোসেনের স্যালুট পাওয়ার পর বিরাট কোহলির দুই বছর ধরে টেস্ট সেঞ্চুরি নেই। ভয়ে আছি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের এখন কি হবে।’ ইডেন গার্ডেন্সের সেই ম্যাচটি অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ইনিংস ও ৪৬ রানে হেরেছিল বাংলাদেশ। এবাদত পেয়েছিলেন ৩ উইকেট।দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পাচ্ছেন না বিরাট কোহলি। ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি হাঁকান ভারতের টেস্ট অধিনায়ক। সেদিন ১৩৬ রান করে কোহলি কাটা পড়েন এবাদত হোসেনের বলে। দিবারাত্রির ম্যাচটিতে কোহলিকে ফিরিয়ে স্বভাবসুলভ ‘স্যালুট’ দিয়ে উদ্‌যাপন করেছিলেন এবাদত।

সেই যে কোহলি সেঞ্চুরি করে ফিরলেন, এরপর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ফরম্যাটেই সেঞ্চুরির দেখা নেই তার! উইকেট প্রাপ্তির পর এবাদতের স্যালুট দিয়ে উদ্‌যাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। টেস্ট ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই দলটিকেই তাদের মাঠে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

যে জয়কে নিজেদের ইতিহাসে টাইগারদের সেরা অর্জন বলা হচ্ছে। আর এই ইতিহাস গড়ার নায়ক এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে এবাদত কিউইদের গুঁড়িয়ে দেন। ডানহাতি পেসার তাই এই মুহূর্তে জাতীয় বীরে পরিণত হয়েছেন। আর উইকেট প্রাপ্তির পর তার ওই স্যালুট তো বাংলাদেশের বিজয় উদ্‌যাপনের প্রতীক এখন।
দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পাচ্ছেন না বিরাট কোহলি। ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি হাঁকান ভারতের টেস্ট অধিনায়ক। সেদিন ১৩৬ রান করে কোহলি কাটা পড়েন এবাদত হোসেনের বলে। দিবারাত্রির ম্যাচটিতে কোহলিকে ফিরিয়ে স্বভাবসুলভ ‘স্যালুট’ দিয়ে উদ্‌যাপন করেছিলেন এবাদত।

সেই যে কোহলি সেঞ্চুরি করে ফিরলেন, এরপর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ফরম্যাটেই সেঞ্চুরির দেখা নেই তার! উইকেট প্রাপ্তির পর এবাদতের স্যালুট দিয়ে উদ্‌যাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। টেস্ট ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই দলটিকেই তাদের মাঠে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

যে জয়কে নিজেদের ইতিহাসে টাইগারদের সেরা অর্জন বলা হচ্ছে। আর এই ইতিহাস গড়ার নায়ক এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে এবাদত কিউইদের গুঁড়িয়ে দেন। ডানহাতি পেসার তাই এই মুহূর্তে জাতীয় বীরে পরিণত হয়েছেন। আর উইকেট প্রাপ্তির পর তার ওই স্যালুট তো বাংলাদেশের বিজয় উদ্‌যাপনের প্রতীক এখন।

মাউন্ট মঙ্গানুই টেস্টে দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়েছেন এবাদত। এক একটি উইকেট নিয়েছেন আর স্যালুট দিয়ে উদ্‌যাপন করেছেন। এবাদত যখন প্রশংসায় ভাসছেন সবার, ঠিক সেই সময়ই কোহলির ওই আউটের বিষয়টি সামনে এসেছে।

সিনিয়র ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদার মজা করে ফেইসবুকে লিখেছেন, ‘২০১৯ সালে কলকাতায় এবাদত হোসেনের স্যালুট পাওয়ার পর বিরাট কোহলির দুই বছর ধরে টেস্ট সেঞ্চুরি নেই। ভয়ে আছি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের এখন কি হবে।’ ইডেন গার্ডেন্সের সেই ম্যাচটি অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ইনিংস ও ৪৬ রানে হেরেছিল বাংলাদেশ। এবাদত পেয়েছিলেন ৩ উইকেট।

মাউন্ট মঙ্গানুই টেস্টে দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়েছেন এবাদত। এক একটি উইকেট নিয়েছেন আর স্যালুট দিয়ে উদ্‌যাপন করেছেন। এবাদত যখন প্রশংসায় ভাসছেন সবার, ঠিক সেই সময়ই কোহলির ওই আউটের বিষয়টি সামনে এসেছে।

সিনিয়র ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদার মজা করে ফেইসবুকে লিখেছেন, ‘২০১৯ সালে কলকাতায় এবাদত হোসেনের স্যালুট পাওয়ার পর বিরাট কোহলির দুই বছর ধরে টেস্ট সেঞ্চুরি নেই। ভয়ে আছি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের এখন কি হবে।’ ইডেন গার্ডেন্সের সেই ম্যাচটি অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ইনিংস ও ৪৬ রানে হেরেছিল বাংলাদেশ। এবাদত পেয়েছিলেন ৩ উইকেট।

মাউন্ট মঙ্গানুই টেস্টে দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়েছেন এবাদত। এক একটি উইকেট নিয়েছেন আর স্যালুট দিয়ে উদ্‌যাপন করেছেন। এবাদত যখন প্রশংসায় ভাসছেন সবার, ঠিক সেই সময়ই কোহলির ওই আউটের বিষয়টি সামনে এসেছে।

সিনিয়র ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদার মজা করে ফেইসবুকে লিখেছেন, ‘২০১৯ সালে কলকাতায় এবাদত হোসেনের স্যালুট পাওয়ার পর বিরাট কোহলির দুই বছর ধরে টেস্ট সেঞ্চুরি নেই। ভয়ে আছি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের এখন কি হবে।’ ইডেন গার্ডেন্সের সেই ম্যাচটি অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ইনিংস ও ৪৬ রানে হেরেছিল বাংলাদেশ। এবাদত পেয়েছিলেন ৩ উইকেট।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • ডিসেম্বর ২৩, ২০২৪
  • 48 views
দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

সিরিজ আগেই নিশ্চিত হওয়া পাকিস্তান দল ছিল ফুরফুরে মেজাজে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে খানিকটা চাপেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপরও আশা ছিল প্রোটিয়াদের। স্বাগতিকরা যে…

Read more

  • জানুয়ারি ৩০, ২০২৪
  • 229 views
সিরাজগঞ্জে ভয়াবহ হত্যাকান্ড! বাবা-মা সহ মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

সবুজ এইচ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পরিকল্পিতভাবে বাবা-মা ও মেয়ে মোট তিন জন কে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি)…

Read more

One thought on “প্রতিপক্ষের কাছে আতংকের নাম এবাদতের স্যালুট!

  1. However, the IBCSG concluded that early crossover to letrozole possibly biased the ITT analysis in favour of tamoxifen and the censored analysis in favour of letrozole, making accurate assessments of OS difficult buy priligy 30mg When you have the iLASIK procedure, you ll get a completely integrated, completely personalized procedure based on advanced vision correction technology at every step

  2. Effects of SAHA and EGCG on growth potentiation of triple negative breast cancer cells where to buy generic cytotec tablets While one local health system once touted that they performed over 2, 500 mammograms in one year, DIS often performs that many IN ONE MONTH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট