কবি হারুন অর রশিদ হীরার কবিতা কোন ’এক বিষন্ন বিকেল ‘

  • প্রকাশিতঃ ৬ জুলাই ২০২২ ৫:০৪ অপরাহ্ণ

কোন এক বিষন্ন বিকেলে
হারুন অর রশিদ হীরা


কোন এক বিষন্ন বিকেলে
আমাকে রাঙাতে তুমি এসেছিলে
হৃদয়ের ভাঁজে জমা সবটুকু বিষন্ন বিষ
শুষে নিয়েছিলে বেহুলার মতো।

তুমি বিনা এতগুলো দিনে
ভীষণ বিষন্নতা জমেছে মনে
সবকিছু ভুলে এসো তুমি ফিরে
ভুলে গিয়ে তব অভিমান যতো।

যে পথে তুমি চলে গিয়েছিলে
সে পথ হৃদয়ের রক্ত ফুলে
সাজিয়ে রাখি সযতনে
তুমি না জানো জানে অন্তর্যামী।

যদি তুমি ফির আরেকটি বার
পান করে নেব সবটুকু বেদনা তোমার
নির্ধিধায় নীলকন্ঠ হতে
তৈরি রবো আমি।

প্রতিটি ক্ষণ এখন যায় যে এমন
জল বিনা চাতকের কাটে যেমন
যৌবনে বনের ফুল বিরহে ঝরে
না পেয়ে অলির আলিঙ্গন।

তুমি বিহনে এই ক্ষণে মোর
নির্ঘুম রাত যায় আসে তৃষিত ভোর
পোড়া দুপুর-পথে আসে বিবর্ণ বিকেল
অষ্টপ্রহরের কেউ মোরে করে না গ্রহন।

কিছু ফুল ফোটে ভুল বাগানে
এক জনমে হয় না প্রেম মালীর সনে
সাজিয়ে বাগান, বিলিয়ে ঘ্রাণ
যায় চলে নিরব অভিমানে।

এই বুক সেই অভাগী বাগান
নির্লপ্ত মালী ফিরে শূন্য শ্মশান
শুষে নেয় তোমার ছড়ানো সুবাস
প্রাণের অন্তহীন ঘন গহীনে।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • মে ৯, ২০২৩
আমিনুর রহমান নূরের কবিতা – মা

মা আমিনুর রহমান নূর তোমায় মনে পরলে গোও”মা, তাকিয়ে থাকি নীল আকাশে । তুমি নাকি তারার মাঝে, লুকিয়ে আছো দূর আকাশে। মাটির ঘরে বাঁশের চালে, কলা পাতার ছাউনি

  • এপ্রিল ১৪, ২০২৩
বাংলা নববর্ষের দিনে কাবিল সাদির কবিতা ‘নতুন বছরের চাওয়া পাওয়া’

নতুন বছরের চাওয়া পাওয়া কাবিল সাদি বছরের পর বছর এসে বয়স যাচ্ছে বেড়ে পুরানো নতুন,নতুন-পুরানে হিসেব নিচ্ছি ঝেরে। উঠানের সে ছোট্ট কামিনি আজ ডাল-পালা ছেড়ে বুড়ু ফুল-ফল দিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের