আমিনুর রহমান নূরের নতুন কবিতা ’নীল শাড়ী’

  • প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৩ ১২:১৯ অপরাহ্ণ

আমিনুর রহমান নূরের নতুন কবিতা নীল শাড়ী। নীল শাড়ী কবিতাটি আসলে নীল শাড়ীর প্রতি কবির বিমেষ দূর্বলতার বহিঃপ্রকাশ। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য কবিতাটি প্রকাশ করো হলো।

নীল শাড়ী
– আমিনুর রহমান নূর


নীল শাড়ীর ভাঁজে এলো মেলো কেশে তোমায় যতো বার দেখি ততবার প্রেমে পরি ।
শাড়ী আঁচল হাতের মুঠোয় করে দক্ষিণা হাওয়াতে দাড়িয়ে ছিলে এক গুচ্ছ নীল চুড়ি পড়ে।
হাওয়া যেন ধমকে গিয়েছিল তোমার অপরূপ সৌন্দর্যের এলো মেলো কেশের দোল দেখে।

বিকেল যেন তার বর্ণ হারালো তোমার বর্ণ দেখে।
মায়াবি কাজল কালো চোখ দেখে প্রকৃতি যেন তার সকল সাজ তোমায় উপহার দিলো।

আমি মুগ্ধ হয়ে দেখছি সেদিনের সেই রাঙ্গানো বিকেল,তোমার রুপের কাছে যেন তারা ছন্নছাড়া।
আমি সেদিন তোমার নীল শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা প্রতিটি দোলে শুধু একেছি ভালোবাসার আল্পানা।

আমার কল্পনার সারি যেন তোমার ভালোবাসা আলিঙ্গন করে হারিয়ে যেতে চায়।
ভালোবাসার নীল দিগন্তে বিনোনদিনী।

কবিতা: নীল শাড়ী
কবি: আমিনুর রহমান নূর

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • মে ৯, ২০২৩
আমিনুর রহমান নূরের কবিতা – মা

মা আমিনুর রহমান নূর তোমায় মনে পরলে গোও”মা, তাকিয়ে থাকি নীল আকাশে । তুমি নাকি তারার মাঝে, লুকিয়ে আছো দূর আকাশে। মাটির ঘরে বাঁশের চালে, কলা পাতার ছাউনি

  • এপ্রিল ১৪, ২০২৩
বাংলা নববর্ষের দিনে কাবিল সাদির কবিতা ‘নতুন বছরের চাওয়া পাওয়া’

নতুন বছরের চাওয়া পাওয়া কাবিল সাদি বছরের পর বছর এসে বয়স যাচ্ছে বেড়ে পুরানো নতুন,নতুন-পুরানে হিসেব নিচ্ছি ঝেরে। উঠানের সে ছোট্ট কামিনি আজ ডাল-পালা ছেড়ে বুড়ু ফুল-ফল দিয়ে

You Missed

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের