আদর্শের ভিত্তি মজবুত না হলে সবকিছুই অর্থহীন

  • প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৩ | ৫:১৯ পূর্বাহ্ণ

আদর্শের ভিত্তি মজবুত না হলে সবকিছুই অর্থহীন। আদর্শের ভিত্তি মজবুত না থাকলে শো অফ আর ফাঁকা বুলি কাজে আসে না। গতকাল দেখলাম বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতাকে হেয় করে সংবাদ করায় পশ্চিমাদের পাচটা গোলাম প্রথম আলোর সেই নিউজের তীব্র প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রেস রিলিজের এই বক্তব্যে উনারা আবার প্রথম আলোর নাম নিতে ভয় পেয়েছেন। ডেইলি স্টার আর প্রথম আলো সেই মাইনাস টু ফর্মুলা থেকেই আওয়ামী লীগের বিরোধী অপশক্তি হিসেবে কাজ করে আসছে। তাদের দেশ বিরোধী প্রোপাজ্ঞান্ডার লিস্টটাও তো অনেক দীর্ঘ।

তো এতদিনেও কি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের নিজ নিজ কার্যালয়ে প্রথম আলো নিষিদ্ধ করার বা রাখার ঘোষণা দিতে পেরেছে? পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে দেশ বিরোধী যে পত্রিকা দুটোর জন্ম সে পত্রিকা দুটোকে অন্তত নিজ নিজ কার্যালয়ে নিষিদ্ধ করার মত ঘোষণা তো দেয়ায় যায়। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলের কেউ নেতা কর্মী আর সমর্থকরা যদি প্রথম আলো নিষিদ্ধ করে দলীয়ভাবে বর্জন করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ২৪ ঘন্টার ব্যবধানে পত্রিকা দুটির টিআরপিতে ধ্বস নামবে। নির্বাচন যতই ঘনিয়ে আসে ততই ওরা মাথাচাড়া দিয়ে উঠে? এই পত্রিকাদুটো শুধু যে আওয়ামী লীগের শত্রু তা কিন্তু নয়। বিএনপিরও শত্রু। কার্যত দেশেরই শত্রু। ২০০৭ সালে মাইনাস টু ফর্মুলা ইম্পোর্ট করার মহানায়কও ছিলো এড়াই। দুই নেত্রীকে রাজনীতি থেকে চিরবিদায় করে পশ্চিমাদের আজ্ঞাবহ ড. ইউনুসকে রাজনীতিতে এনে রাষ্ট্র ক্ষমতায় বসানোর নীল নকশাও তৈরি হয়েছিলো ওদের হাত ধরেই। মাহফুজ আনাম বলেন আর মতিচোরা বলেন সবাই এক। ওরা দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। বাংলাদেশের মাটিতে ওদের ঠাঁই হওয়া উচিৎ না। পরিশেষে বলবো ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বলবো আপনারা এত সহজেই ভুলে গেলেন ওদের কুকীর্তির কথা? ওরা কি আমাদের নবীজী হযরত মুহাম্মদ সাঃ কে ব্যাঙ্গ করে কার্টুন ছাপেনি? ওরা কি হযরত মুহাম্মদ সাঃ কে মোহাম্মদ বিড়াল বলে ব্যঙ্গ করে নি? তাহলে আজকে আপনি চুপ কেন? কারণ আমাদের আদর্শের ভিত্তি দুর্বল। এই দুর্বল আদর্শের ভিত্তি নিয়ে বড় কোন প্রতিবাদও সম্ভব না প্রতিরোধও সম্ভব না। যে পত্রিকা দেশের শত্রু সেই পত্রিকা কোন দেশপ্রেমিক নাগরিক পড়তে পারেন না।

Related Posts

অমরত্বের পথে সাকিব আল হাসান

অমরত্বের পথে সাকিব আল হাসান। শিরোনাম দেখে অনেকেই অবাক হতে পারেন না হওয়ারও কোন কারণে নেই। বাংলাদেশি কোন ক্রিকেটার অমরত্ব লাভ করার মত কীর্তি গড়বেন তাদের নাক সিটকানো

মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেট ও ফুটবলের কল্যাণে আপনার হস্তক্ষেপ কামনা করছি

দিন রাত যিনি দেশের মানুষের কথা ভাবেন তিনি ক্রিকেটারদের মনের ব্যাথা বুঝবেন না তাই কি হয়? মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বুঝেছেন এবং দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছেন। মাশরাফি

You Missed

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো

অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন: আদিলুর রহমান

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন: আদিলুর রহমান