আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন

দীর্ঘ ৪ যুগ পর আজ শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে। সম্মেলন ঘিরে যুবলীগের পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের ৮ উপজেলার যুবলীগ নেতাদের মধ্যে উচ্ছ্বাস বেড়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকটি নিজেদের দখলে নিতে ৫২জন নেতা বায়োডাটা জমা দিয়েছেন। সভাপতি- সাধারণ সম্পাদক পদে চমক আসছে কিনা তা জানার জন্য অধির আগ্রহ নিয়ে বসে আছেন সকল নেতাকর্মী। এর আগে ২০১০ সালে আ.ম.ম টিপু সুলতান চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক প্রার্থ সারথীকে সাধারণ সম্পাদক কমিটি গঠন করা হয়।

যুবলীগের সম্মেলন ও কমিটি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন,’আমাদের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সবসময়ই কমিটি নির্বাচনের ক্ষেত্রে ছাত্রলীগের ত্যাগী নেতা কর্মীদেরকে গুরুত্ব দিয়ে থাকেন। ছাত্রলীগের ত্যাগী নেতা কর্মীদের প্রতি উনি সবসময়ই উইক। আমরা পদপ্রত্যাশী প্রার্থীদের জীবনবৃত্তান্ত নিয়েছি। সেগুলো যাচাই বাছাই ও তদন্ত সাপেক্ষে যোগ্যদেরকেই বেছে নেয়া হবে যোগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

জানা যায়, স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে মৌলভী সৈয়দকে সভাপতি ও মোছলেম উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে প্রথম যুবলীগের কমিটি গঠন করা হয়। বিগত ৫০ বছরেও দক্ষিণ চট্টগ্রামে কখনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম সম্মেলনের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে কমিটি দেওয়া হচ্ছে।

সম্মেলনের আনুষ্ঠানিকতা সকাল ১০টা থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের। এছাড়াও অতিথি হিসেবে থাকবেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানম, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, হুইপ সামশুল হক চৌধুরী, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম সহ নেতৃবৃন্দ।

দক্ষিণ জেলা যুবলীগের আ.ম.ম টিপু সুলতান চৌধুরী জানান, আজ থেকে ১২ বছর আগে দক্ষিণ জেলা কমিটি গঠিত হয়। দীর্ঘ সময় ধরে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করে গেছি। এবারই প্রথম দক্ষিণ চট্টগ্রামে সম্মেলনের মাধ্যমে কমিটি হতে যাচ্ছে। আশাকরী নেতৃবৃন্দ ত্যাগী ও তৃণমূল থেকে উঠে আসা নেতাকর্মীদের কমিটি তে রাখবেন।

Related Posts

  • ফেব্রুয়ারি ১১, ২০২৪
  • 276 views
সিরাজগঞ্জে বিআইএমটি অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে বয়কট করলেন শিক্ষার্থীরা

বার বার দুর্নীতি ও অনিয়ম বাগেরহাট ও ফরিদপুর থেকে বিতাড়িত অধ্যক্ষ সিরাজুল ইসলাম কে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) সিরাজগঞ্জে পদায়ন করায় বাংলাদেশ…

  • জানুয়ারি ১৭, ২০২৪
  • 224 views
নবীদুলকে উপজেলা চেয়ারম্যান হিসেবে চাই সিরাজগঞ্জ সদর উপজেলাবাসী

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই সদর উপজেলাবাসী।নতুন বছরের শুরুতেই জনমনে সারা ফেলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমেও দলীয় নেতা-কর্মীসহ আমজনতাও ব্যানার,ফেস্টুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন: আদিলুর রহমান

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন: আদিলুর রহমান

১২৩ শহরের মধ্যে বায়ু দূষণে শীর্ষে ঢাকা

১২৩ শহরের মধ্যে বায়ু দূষণে শীর্ষে ঢাকা

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস