রোযা আগে না বর্ষবরণ আগে?

  • প্রকাশিতঃ
  • ১১ এপ্রিল, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ
রোযা আগে না বর্ষবরণ আগে? গত ৩ বছর ধরেই রমজান মাসে বর্ষবরণ পড়াতে খুবই বিড়ম্বনায় বাঙালি সংসস্কৃতির ধারক ও বাহকেরা। কারণ রোযার মাসে পহেলা বৈশাখ জমছে না।  পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্নের একটি বাংলাদেশে জন্ম নেয়ার পর আপনার কাছে যদি কেউ জানতে চায়- আপনি কে ভাই? এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য যেকোন একটি উত্তর বেছে নিন। প্রশ্নটি কেবলমাত্র মুসলমানদের জন্যেই।
কারণ যারা মুসলমান নন তাদের জন্য পৃথিবীতে কঠিন বলতে কিছু নাই। তারা চাইলেই মদ খেতে পারে চাইলেই অর্ধনগ্ন হতে পারে চাইলেই যা কিছু তাই করতে পারে । সেই তাদের সাথে কখনই মুসলমানদের তুলনা হতে পারে না। আপনি যেদিন থেকে বুঝতে শিখেছেন আপনি মারা যাবেন-মৃত্যু অনিবার্য এবং মৃত্যুই শেষ নয় অবশ্যই পুনরুত্থান আছে সেদিন থেকেই পুরো বিশ্বের তামাম ধর্ম, গোত্র থেকে আপনি এবং আপনার ধর্ম আলাদা।
কোন মুসলমানের কাছেই মুসলমান পরিচয়ের চেয়ে বড় কোন পরিচয় থাকতে পারে না। যে কারণে যারা ইসলাম সম্পর্কে মোটামোটি জ্ঞান রাখে তারা কখনই মুসলমান পরিচয়কে পেছনে ফেলে নিজেকে বাঙালি পরিচয় দিতে পারবে না। কারণ মৃত্যুর পর বাঙালি পরিচয়ের ভ্যালু ০০। তার মানে এই নয় আমরা নিজেদের বাঙালি পরিচয় দিতে কুণ্ঠাবোধ করবো। অবশ্যই আমরা বাঙালি।
অবশ্যই আমরা আমাদের বাঙালি পরিচয়ে গর্বিত। কিন্তু এই বাঙালি পরিচয় দিতে গিয়ে এমন কিছু কখনই করবো না যা আমাদের মুসলমানিত্বের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। রোযার চেয়ে বর্ষবরণ কখনই বড় হতে পারে না। কলাবিজ্ঞানীদের কেউ কেউ বলা শুরু করেছেন একটা দিন রোযা না রাখলে কি হয়? ১ দিন রোযা না রেখে বর্ষবরণ করলে কি হয়! তাদের বলছি এই দেশে রমজান মাসে বর্ষবরণ কখনই হিট হবে না। কারণ ৯২% মুসলমানের দেশে বাঙালি সংস্কৃতি কখনই মুসলমানের শ্রেষ্ঠতম মাসের চেয়ে স্পেশাল কিছু নয় ।
সবাইকে ধন্যবাদ।
আমি একজন গর্বিত বাংলাদেশি। তারও আগে আমি একজন মুসলমান। কারণ মৃত্যুর পর কেবলমাত্র মুসলমান পরিচয়টাাই কাজে আসবে। কে চাইনিজ আর কে পাকিস্তানী কে মিশরীয় আর কে বাঙালি কোন তাৎপর্য থাকবে না। সৃষ্টিকর্তার কাছে তার ধর্ম কর্মের পরিচয়ই সব। কাজেই ইসলামের বিধিবিধানকে অবশ্যই অগ্রাধিকার দেবো।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • মে ২২, ২০২২
  • 101 views
বেকারত্ব ঘোচাতে যে মোটিভেশনাল স্পিচ আমাকে সাহায্য করেছিলো

বেকারত্বকে বিবেচনা করা হয় অভিশাপ হিসেবেই। বেকার মানুষেরা তাই এই অভিশাপ থেকে মুক্ত হতে প্রচুর পরিমানে মোটিভেশনাল স্পিচ শুনে থাকেন। আমিও শুনেছি। বিডিনিউজ…

Read more

  • মে ১৯, ২০২২
  • 85 views
হঠাৎ স্ট্রোক করলে করণীয় কী?

একজন মানুষ নানা কারণে স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। স্ট্রোকের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়েন আক্রান্ত ব্যক্তি। স্ট্রোকের ঝুঁকিতে থাকা…

Read more

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট