![](https://www.bdnewstracker.com/wp-content/uploads/2022/05/jibonta.jpg)
কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ’জীবনটা ভাই লোকের না’। ২০১৯ সালে শান্তির খোঁজে কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন কবি জাহিদুল ইসলাম। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য কবিতাটি তুলে ধরা হলো-
জীবনটা ভাই লোকের না
– জাহিদুল ইসলাম
ভাবছে লোকে অনেক কিছু ইচ্ছে মতো ভাবুক না
ভাবলে কি-বা যায় বা আসে জীবনটা ভাই লোকের না!
পিছে লোকে বলবে কথা ইচ্ছে মত বলুক না-
যার যা খুশি বলে বেড়াক- জীবনটা ভাই লোকের না!
কারও কাছে পাগল আমি কারও কাছে মানুষ না
এসব ভেবে লাভ কি আমার? জীবনটা ভাই লোকের না!
চাই না আমার জশ বা খ্যাতি বিশ্ববাসী জানুক না
আমার কাছে আমিই সেরা মানলে মানুক, মানুক না!
নিজের মতন চলছি আমি থামার কোন প্রশ্ন না
আমিই সেরা, আমিই মহান তেমন কিছুও বলছি না!
লোকের কথায় থমকে যাবো? লোকের কথায় চলছি না
নিজের ভালো নিজেই বুঝি- জীবনটা ভাই লোকের না!
কবিতঃ জীবনটা ভাই লোকের না
– জাহিদুল ইসলাম