খালেদ মাহমুদ যেভাবে ক্রিকেটারদের জাতীয় চাচা হয়েছিলেন

  • প্রকাশিতঃ
  • ২২ এপ্রিল, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ

খালেদ মাহমুদ সুজন যেভাবে বাংলাদেশের  ক্রিকেটারদের জাতীয়  চাচায় পরিণত হয়েছিলেন এ নিয়ে কৌতুহলের শেষ নেই। খালেদ মাহমুদ বাংলাদেশের ক্রিকেটের এক অবিস্মরণীয় নাম। খালেদ মাহমুদ  বিশ্বকাপে পাকিস্তান বধের জন্য আলোচিত হন। খালেদ মাহমুদ সুজন বলে পেস কম থাকার জন্য সমালোচিত হন। খালেদ মাহমুদ দলে ঐক্য আনতে আলোচিত হন। বাংলাদেশের অনূর্ধ-১৯  দলের বিশ্বকাপ জয়ের জন্যও প্রশংসিত হন। খালেদ মাহমুদ কিভাবে সবার চাচা হয়েছিলেন তা নিয়ে বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য লিখেছেন – আকিফ মাহমুদ।

আপনি যদি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আশেপাশে একটু ঘোরাঘুরি করেন তাহলে সুজনের চেহারাটা দেখা গেলেই দেখবেন, ‘চাচা’ বলে একটা চিৎকার শোনা যাচ্ছে।

হ্যা, খালেদ মাহমুদ সুজন হলেন বাংলাদেশের সব ক্রিকেটারের বয়স-প্রজন্ম নির্বশেষে “কমন” চাচা।

তো সুজন কিভাবে এই “চাচা” উপাধি পেয়েছিলেন?আশির দশকের শেষ দিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মাধ্যমে উঠে এসেছিলেন একজন তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান হালিম শাহ্‌। বয়সভিত্তিক ক্রিকেটে এক প্রকার “স্টার” হয়ে উঠেছিলেন এই হালিম শাহ্‌। তিনি ছিলেন হাবিবুল বাশার সুমনদের সমসাময়িক ক্রিকেটার।

২০০০-২০০১ সিজনে ঢাকা মেট্রোপলিসের হয়ে জাতীয় লীগে অভিষেক হয়েছিল হালিম শাহ্‌র, একই দলে একই সাথে অভিষিক্ত হন খালেদ মাহমুদ সুজন। দুজনই পরে খেলেছেন ঢাকা বিভাগের হয়ে। তাদের সাথে পরে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল এবং আরো অনেক তারকা ক্রিকেটার।

এই হালিম শাহ্‌ একদিন আবিষ্কার করলেন খালেদ মাহমুদ সুজন তার দুঃসম্পর্কের চাচা হন, সেই থেকে হালিম শাহ্‌ মাঠের ভেতর এবং বাইরে “চাচা” ডাকা শুরু করেন, তার দেখাদেখি আশরাফুল এবং অন্য ক্রিকেটাররাও সুজনকে চাচা ডাকতে শুরু করলেন। স্বভাবেও একটু রাগী অভিভাবক ধরনের ভূমিকা পালন করতেন মাঠে।

সেই থেকে সুজন “চাচা”, সুজন হালিমের চাচা, ক্রিকেটের চাচা, ক্রিকেটারদের চাচা। সুজনের সেই ভাতিজা হালিম শাহ্‌ অবশ্য শুরুর দিকের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি সিনিয়র পর্যায়ের ক্রিকেটে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪০ ম্যাচে ব্যাট হাতে ২৫.৫৫ গড়ে করেছেন ১৪৮২ রান। সাত ফিফটির পাশাপাশি করেন দুটি সেঞ্চুরি। বরিশাল বিভাগের হয়ে ক্যারিয়ার সেরা ১৬১* রান করেছিলেন।

হালিম শাহ্‌ ২০০৫ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে তার চাচা সুজন অবসর নিয়েছিলেন তারও এক বছর পরে অর্থাৎ ২০০৬ সালে।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • ডিসেম্বর ২৩, ২০২৪
  • 80 views
দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

সিরিজ আগেই নিশ্চিত হওয়া পাকিস্তান দল ছিল ফুরফুরে মেজাজে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে খানিকটা চাপেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপরও আশা ছিল প্রোটিয়াদের। স্বাগতিকরা যে…

Read more

  • নভেম্বর ২১, ২০২৩
  • 133 views
আরইবিতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তে ‘আরইবি চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। আরইবি’র সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী খেলাটি উপভোগ করেন। খেলার শুরুতেই পায়রা…

Read more

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট