ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে সুপারক্লাসিকোর দল ঘোষণা করলো আর্জেন্টিনা

  • প্রকাশিতঃ
  • ২১ মে, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ

অবশেষে বিশ্বের ফুটবলপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বহুল প্রতিক্ষীত সুপারক্লাসিকো মাঠে গড়াতে যাচ্ছে। সেই সুপারক্লাসিকোর জন্যই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লাতিনের চ্যাপিম্পয়নদের বিপক্ষে লড়বে ইউরোপের চ্যাম্পিয়নরা। টানা ৩১ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনার সামনে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। এই ম্যাচেও যদি আনবিটেন থাকে তাহলে নিজেদের রেকর্ড ৩১ ম্যাচের আনবিটেন রান ক্রস করবে। ১৯৯১-৯৩ সালে টানা ৩১ ম্যাচে অপরাজিত ছিলো আর্জেন্টিনা। যদিও বিশ্ব রেকর্ডটি ইতালির দখলে।

৩৭ ম্যাচের সেই রেকর্ড ভাঙতে আর্জেন্টিনাকে আরও ৭ ম্যাচে অপরাজিত থাকতে হবে। তার আগেই জুনের ১ তারিখে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী ইতালি ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার দুই সেরা দলকে নিয়ে আয়োজিত এক ম্যাচের এই ম্যাচের নাম দেওয়া হয়েছে ‘ফাইনালিসিমা’। এই ফাইনালিসিমার জন্যই দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

গেল বছরের ডিসেম্বরে নিজেদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকা শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যেখানে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছে দুটি সংস্থা। যার জন্য ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে আয়োজিত হচ্ছে ম্যাচটি। ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ের দলে সব তারকাদের নিয়েই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, ডি মারিয়াদের সঙ্গে সুযোগ পেয়েছেন পাওলো দিবালা। আরও পড়ুন.. আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশ

চোট সমস্যায় শঙ্কা ছিল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। তবে সব শঙ্কা দূর করে তিনিও আছেন ইতালির বিপক্ষে দলে। তাঁর সঙ্গে বাকি তিন গোলকিপার হলেন ফ্রাঙ্কো আরমানি,হুয়ান মুসো ও জেরোনিমো রুইয়ি। দল ঘোষণার পাশাপাশি ম্যাচটির প্রস্তুতির ভেন্যুর ব্যাপারেও জানিয়ে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচটির জন্য স্পেনের শহর বিলবাওয়েতে অনুশীলন করবে আর্জেন্টিনা। তবে দুই চ্যাম্পিয়সের লড়াই হবে লন্ডনের ওয়েম্বলিতে।

আর্জেন্টিনার চূড়ান্ত দল

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), হুয়ান মুসো (আতালান্তা) ও জেরোনিমো রুইয়ি (ভিয়ারিয়াল)।

ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), জেরমান পেৎসেয়া (বেটিস), নেহুয়েন পেরেস (উদিনেস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)।

মিডফিল্ডার: লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), মার্কোস সেনেসি (ফেইনুর্ড),মার্কোস আকুনিয়া (সেভিয়া), গিদো রদ্রিগেজ (বেটিস),আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো দি পল (অ্যাথলেটিকো), এজেকিয়েল পালাসিওস (লেভারকুসেন), জিওভানি লো সেলসো (ভিয়ারিয়াল)।

ফরোয়ার্ড: আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া),ডি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (জুভেন্টাস), লিওনেল মেসি (পিএসজি), লওতারো মার্টিনেজ (ইন্টার), হুলিয়ান আলভারেজ (রিভারপ্লেট), হোয়াকিন কোরেয়া (ইন্টার), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাথলেটিকো)।

জাহিদুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

Related Posts

  • ডিসেম্বর ২৩, ২০২৪
  • 48 views
দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

সিরিজ আগেই নিশ্চিত হওয়া পাকিস্তান দল ছিল ফুরফুরে মেজাজে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে খানিকটা চাপেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপরও আশা ছিল প্রোটিয়াদের। স্বাগতিকরা যে…

Read more

  • নভেম্বর ২১, ২০২৩
  • 120 views
আরইবিতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তে ‘আরইবি চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। আরইবি’র সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী খেলাটি উপভোগ করেন। খেলার শুরুতেই পায়রা…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট