রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের এর উদ্যোগে ট্রেড এক্সপো

  • প্রকাশিতঃ
  • ৯ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

আসছে ৪ নভেম্বর রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের এর উদ্যোগে বিশ্বের বৃহত্তম ট্রেড এক্সপো ও শেফ সামিট পুরস্কার অনুষ্ঠিত হতে যাচ্ছে।  ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। প্রোগ্রামটিতে চমক হিসেবে থাকছে আন্তর্জাতিক সোনার বাংলা লাইভ কুকিং প্রতিযোগিতা। রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন (বাংলাদেশ চ্যাপ্টার) ঢাকায় প্রথম আন্তর্জাতিক সোনার বাংলা লাইভ কুকিং প্রতিযোগিতা , অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং ট্রেড এক্সপো আয়োজন করতে যাচ্ছে। ইভেন্টের মূল উদ্দেশ্য হল আসন্ন শেফদের দ্বারা প্রস্তুত করা বিভিন্ন খাবারের মান নির্ধারণ করা যারা অদূর ভবিষ্যতে এই সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত সারা বাংলাদেশ এর হোম শেফদের কম্পিটিশন ঢাকায় প্রথমবারের মতো এই সামিটের আয়োজন করবে।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে২২০০/- টাকা । বিধি ও প্রবিধান ১. এই রান্না প্রতিযোগিতায় মোট ২০ জন প্রতিযোগী অংশ নেবে। এবং তাদের দুটি দলে বিভক্ত করা হবে । ২.বিভাগ (এ ) এবং (বি ) থেকে সেরা ১০ নির্বাচন করা হবে ।

৫ + ৫ (১০ জন) দ্বিতীয় রাউন্ডে যাবে। ৩. ১ম রাউন্ড:- প্রত্যেক অংশগ্রহণকারীকে তাদের নিজস্ব রেসিপি অনুযায়ী খাবার তৈরি করতে হবে এবং বিচারকদের সামনে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করতে হবে। সব শেষ করতে ১ ঘন্টা সময় দেওয়া হবে । ৪. ২য় রাউন্ড:- প্রতিটি অংশগ্রহণকারীকে উপাদান সরবরাহ করা হবে এবং তাদের সাথে খাবার তৈরি করতে হবে। সব সম্পূর্ণ করতে ৪৫​​মিনিট দেওয়া হবে । ৫. দ্বিতীয় রাউন্ডে ১০ জন প্রতিযোগীর মধ্যে থেকে তৃতীয় রাউন্ডের জন্য সেরা ৫জনকে বেছে নেওয়া হবে । ৬. ৩য় রাউন্ড:- সেরা ৫ প্রতিযোগীদের প্রত্যেককে রান্না সম্পর্কে ১০টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং যদি ৫টি সঠিকভাবে উত্তর দিতে পারে তাদের মধ্যে থেকে সেরা সোনার বাংলা হোম শেফের শিরোনাম দিয়ে মুকুট দেওয়া হবে ।

 ১ম, ২য় এবং ৩য় স্থান ঘোষণা করবে । প্রধান বিচারক মাস্টার শেফ টনি খান (বাংলাদেশ) আন্তর্জাতিক বিচারক ১. মাস্টার শেফ লরেন্স গোমেস (ভারত) ২. মাস্টার শেফ প্রীতম সরকার (ভারত) ৩. মাস্টার শেফ সাই কুমার শর্মা (নেপাল) ৪. মাস্টার শেফ চামিল ফার্নান্দো (শ্রীলঙ্কা) ৫. শূন্য ৬. শূন্য জুরি সদস্য :- ১. শেফ ফারজানা হাসান (কোষাধ্যক্ষ) ২. শেফ রোমানা আফরোজা রিমঝিম (এসআর. যুগ্ম সচিব) ৩. শেফ সুলতানা রাজিয়া (সহকারী যুগ্ম সচিব) বিশেষ পুরস্কার বিভাগ

বেস্ট নর্থ ইন্ডিয়ান ফুড শেফ অ্যাওয়ার্ড(শুধুমাত্র এক্সিকিউটিভ এবং কর্পোরেট শেফের জন্য – গত ৫ বছরের অভিজ্ঞতা)। সেরা চাইনিজ ফুড শেফ অ্যাওয়ার্ড (শুধুমাত্র এক্সিকিউটিভ এবং কর্পোরেট শেফের জন্য – গত ৫ বছরের অভিজ্ঞতা)।  সেরা বেকারি এবং কনফেকশনার অ্যাওয়ার্ড (শুধুমাত্র এক্সিকিউটিভ এবং কর্পোরেট শেফের জন্য – গত ৫ বছরের অভিজ্ঞতা)।

 বেস্ট বেঙ্গালি ফুড অ্যাওয়ার্ড (শুধুমাত্র এক্সিকিউটিভ এবং কর্পোরেট শেফের জন্য – গত 5 বছরের অভিজ্ঞতা)।  বেস্ট স্ট্রিট ফুড শেফ অ্যাওয়ার্ড (শুধুমাত্র এক্সিকিউটিভ এবং কর্পোরেট শেফের জন্য – গত ৫ বছরের অভিজ্ঞতা)  সেরা হোটেল, ভোজ এবং রেস্তোরাঁর পুরস্কার।  সেরা স্পনসরশিপ পুরস্কার।  সেরা খাদ্য ব্লগার পুরস্কার। সেরা খাদ্য ফটোগ্রাফার পুরস্কার।  সেরা জনসংযোগ ও মিডিয়া পুরস্কার বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে। এবং সমস্ত প্রতিযোগীদের সিদ্ধান্তকে সম্মান করতে হবে। প্রতিযোগিতার ফলাফল সন্ধ্যা ৬:00 টায় ঘোষণা করা হবে এবং এর পরপরই প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • নভেম্বর ২৯, ২০২৩
  • 57 views
ঢাকায় আসছে ইইউর বিশেষজ্ঞ দল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি কারিগরি বিশেষজ্ঞ দল।বুধবার (২৯ নভেম্বর) তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে…

Read more

  • জুলাই ১০, ২০২৩
  • 43 views
ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন এরদোয়ান-বাইডেন

লিথুনিয়ায় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করবেন। রোববার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট