সৌদিসহ যে ১৫ দেশে ঈদ উদযাপিত হচ্ছে আজ

  • প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ

সৌদিসহ যে ১৫ দেশে ঈদ উদযাপিত হচ্ছে আজ। গত কয়েকদিন ধরে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল সম্ভবত শাওয়াল মাসের তথা ঈদুল ফিতরের চাঁদ দেখা। বিশ্বের কোন দেশে কবে চাঁদ দেখা যেতে পারে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল বিভিন্ন মহল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে শেষপর্যন্ত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঈদের চাঁদ উদয় হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে। ফলে এ অঞ্চলের দেশগুলোতে শুক্রবারই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাকি দেশগুলোতে আগামী শনিবার ঈদ উযাপিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাঁদ দেখতে পাওয়ার ওপরই নির্ভর করছে সেটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সবার আগে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। একে একে এ তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ আরও অন্তত ১৪টি দেশ।

চলুন দেখে নেওয়া যাক শুক্রবার কোন কোন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর-

১. সৌদি আরব
বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন দেশটির বাসিন্দারা।

২. সংযুক্ত আরব আমিরাত
সৌদি আরবের মতো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

৩. বাহরাইন
দেশটির শরিয়া ভিশন কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সেখানে।

৪. কাতার
বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার পর কাতার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।

৫. কুয়েত
কুয়েতের শরিয়া ভিশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে দেশটিতে।

৬. লেবানন
শুক্রবার ঈদ উদযাপন করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবানন।

৭. ফিলিস্তিন
শুক্রবার ঈদ উদযাপন করছে ফিলিস্তিন।

৮. ইয়েমেন
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও শুক্রবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

৯. ইরাক
শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে ইরাকের সুন্নি এনডোমেন্ট অফিস।

১০. জর্ডান
জর্ডান শুক্রবার ঈদ উদযাপন করছে।

১১. মিশর
মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে বৃহস্পতিবারই ছিল রমজান মাসের শেষ দিন।

১২. আলজেরিয়া
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে।

১৩. সিরিয়া
সিরিয়া জানিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।

১৪. তিউনিশিয়া
শুক্রবার ঈদের আনন্দে মেতেছেন তিউনিশিয়ার বাসিন্দারা।

১৫. সুদান
উত্তর আফ্রিকার আরেক দেশ সুদানেও ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার।

সূত্র: খালিজ টাইমস

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • জানুয়ারি ৭, ২০২৫
অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো

অবশেষে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। জাস্টিন ট্রুডো বলেন, আমি ক্রমবর্ধমান চাপের

  • নভেম্বর ২৯, ২০২৩
ঢাকায় আসছে ইইউর বিশেষজ্ঞ দল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি কারিগরি বিশেষজ্ঞ দল।বুধবার (২৯ নভেম্বর) তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। জানা

You Missed

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের