শুরুর দিনেই ব্রাজিল, পরেরদিন আর্জেন্টিনা

মেসি-নেইমার-সুয়ারেজদের মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকার ২০২১ আসর ব্রাজিলে আয়োজনের সিদ্ধান্তের পর সূচিও জানিয়ে দিলো কনমেবল। স্বাগতিক ব্রাজিল টুর্নামেন্ট শুরুর দিনেই মাঠে নামবে, পরেরদিন খেলতে নামবে আর্জেন্টিনা।

লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ১৩ জুন ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে শতবর্ষী মহাদেশীয় আসর কোপা আমেরিকার। ১৪ জুন আর্জেন্টিনার টুর্নামেন্ট শুরু হবে চিলির বিপক্ষে।

বিজ্ঞাপন

অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া বাদ পড়েছে, করোনা পরিস্থিতির বাড়ন্ত দশায় বাদ পড়েছে আর্জেন্টিনাও। দুই যৌথ আয়োজককে দূরে রাখার সিদ্ধান্ত নেয়ার পর টুর্নামেন্টের ভাগ্যই সুতোয় ঝুলে দিয়েছিল কনমেবল। সব শঙ্কা কাটিয়ে পূর্ব সূচিতে কোপা মাঠে নিতে পারছে সংস্থাটি, সেটি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মাটিতে।

ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার আয়োজক হল। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা। এবার তাদের গ্রুপ বি-তে আছে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু। ক্যাপিটাল ব্রাসিলিয়ায় প্রথম ম্যাচ সেলেসাওদের।

আর্জেন্টিনার গ্রুপ এ-তে চিলির পাশাপাশি আছে বলিভিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ে। আলবিসেলেস্তেদের শুরুর ম্যাচ রিওর সান্তোস স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে, পর্দা নামা ম্যাচটি ১০ জুলাই।

এর আগে দুই আয়োজক কলম্বিয়াতে ১৫ ও আর্জেন্টিনায় ১৩টি করে ম্যাচ হওয়ার সূচি ছিল। পরে শুধু মেসিদের দেশে হওয়ার আলোচনা চলছিল কোপা। মহামারীর কারণে গত বছর এই টুর্নামেন্টটি স্থগিত করে চলতি বছর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

আসরের দু-সপ্তাহ আগে স্বল্প সময়ে কোপার জন্য নতুন আয়োজক খুঁজে আপাতত প্রথম চ্যালেঞ্জটা জিতেছে কনমেবল। যদিও করোনা মহামারীতে ব্রাজিলের পরিস্থিতিও সুবিধার নয়। বুঝবারও এক লাখ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মৃত্যু ছিল আড়াই হাজারের মতো। দেশটিতে ৪ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু।

  • বিডিনিউজ ট্র্যাকার

    সম্পাদনাঃ ডেস্ক

    Related Posts

    • জানুয়ারি ১৭, ২০২৫
    শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

    লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। সোমবার (১৩ জানুয়ারি) ড্রাফট থেকে টাইগার পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে

    • জানুয়ারি ৭, ২০২৫
    রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

    রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছ্বি । পিএলে চলছে রানের উৎসব। আরও স্পষ্ট করে বললে চার-ছক্কার বৃষ্টি হচ্ছে এবারের বিপিএলে। উইকেটের মান যেমন বেড়েছে, তেমনি বাউন্ডারির

    One thought on “শুরুর দিনেই ব্রাজিল, পরেরদিন আর্জেন্টিনা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি: সভাপতি বিথী, সচিব রাশিম

    পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি: সভাপতি বিথী, সচিব রাশিম

    ধর্ষকের বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে দেশ

    ধর্ষকের বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে দেশ

    আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি, আশা দেখছেন না চিকিৎসকরা

    আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি, আশা দেখছেন না চিকিৎসকরা

    শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

    শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

    র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

    র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

    ৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

    ৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ