প্রেমে প্রতারিত হয়ে প্রেমিকের বাসায় বিষপান অতঃপর আইসিইউতে মৃত্যু

  • প্রকাশিতঃ
  • ১০ মে, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ

দীর্ঘ এক যুগের প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অংকন বিশ্বাস প্রেমিকের বাসায় বিষপান করে মারা গেছেন। প্রেমিকের বাসায় বিষপানে অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ যাবত হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অংকন বিশ্বাস (২৫) মারা গেছেন। সোমবার (৯ মে) জবির ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত অংকন জবির ইংরেজি বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। স্নাতকের ফলাফলে অংকন প্রথম শ্রেণিতে প্রথম ও একজন দক্ষ বিতার্কিক। জবি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তিনি। জানা গেছে, গত ২৪ এপ্রিল জবির ইংরেজি বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী অংকন বিশ্বাসকে রাজধানীর আজগর আলী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী শাকিলের সঙ্গে অংকনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে বিগত কয়েক মাস যাবত তাদের এ প্রেমে বিপত্তি লক্ষ্য করা যায়। এর কারণ শাকিল একই বিশ্ববিদ্যালয়ের অন্য আরেকটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। এর কারণ তারা পরস্পর ভিন্ন ধর্মের। এজন্য শাকিল তাকে এড়িয়ে চলতো ও অংকনকে বিয়েতে অস্বীকৃতি জানায় শাকিল।

শিক্ষার্থীদের সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় অংকন শাকিলের বাসায় গেলে অজ্ঞাত কারণে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে যায় শাকিল ও তার ছোট ভাই হিমেল। এ সময় শাকিল অংকনকে কখনো ভাই এবং কখনো বন্ধুর পরিচয়ে হাসপাতালে ভর্তি করাতে চাচ্ছিল। এতে হাসপাতাল কর্তৃপক্ষ অংকনকে ভর্তিতে অস্বীকৃতি জানায়। পরে অংকনের বন্ধু আব্দুল মুকিত চৌধুরী সানীকে কল করে বিষয়টি জানানো হয়।

এ ব্যাপারে সানী জানান, ঘটনার দিন আজগর আলী হাসপাতাল থেকে অংকন অসুস্থ বলে একটা ফোন আসে। সেখানে গিয়ে অংকনকে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাই। ডাক্তাররা তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। এ সময় হাসপাতালে শাকিল ও তার ভাই হিমেলকে দেখতে পাই। শাকিল ভাই ও বন্ধুর পরিচয়ে ভর্তি করাতে চাইলে প্রথমে ভর্তি করেনি কর্তৃপক্ষ। পরে স্বামী পরিচয়ে ভর্তি করান। তিনি আরও জানান, শাকিল প্রথমে ঘটনা বলতে চাইছিলেন না। পরে শাকিল জানিয়েছিল বাসা থেকে হয়ত কিছু খেয়ে শাকিলের বাসায় এসেছে অংকন। একপর্যায়ে অসুস্থ হয়ে যায় অংকন। সানী বিষয়টি অংকনের পরিবারকে জানাই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাকিল অঙ্কনকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। পরে অংকনের বাবা তপন বিশ্বাস তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করেছেন। এদিকে বিষক্রিয়ায় হার্ট অ্যাটাক ও পরে ব্রেন স্ট্রোক করায় উন্নত চিকিৎসার রোববার (১ মে) অংকনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

এদিকে অংকনকে হাসপাতালে ভর্তির পর থেকেই পলাতক রয়েছেন শাকিল। শাকিলের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে বক্তব্য দিতে চান। এ ব্যাপারে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সাঈদ আল মামুন জানান, এ ঘটনায় একটি পুলিশ ফাইল হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • ফেব্রুয়ারি ১০, ২০২৪
  • 228 views
আমিরুল ইংলিশ কেয়ার কর্তৃক ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থী ক্যাডেট কলেজে ৭ম শ্রেনীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমিরুল ইংলিশ কেয়ার এর আয়োজনে শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার (৯…

Read more

  • জুলাই ১২, ২০২৩
  • 116 views
ঢাবিতে রোকেয়া বিতর্ক উৎসবে এফ রহমান হল চ্যাম্পিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল বিতর্ক ক্লাবের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ‘৫ম রোকেয়া বিতর্ক উৎসব’-এ বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল বিতর্ক ক্লাব চ্যাম্পিয়ন এবং…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট