গোপালগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি এ প্রতিপাদ্য নিয়ে চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয়, মায়ের হাসি ক্লাব এর আয়োজনে আলচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,, এবং কুইজ বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মায়ের হাসি ক্লাবের পরিচালক মফিজুর রহমান সেতুর সঞ্চালনায় ও স্কুলের সভাপতি সাজ্জাদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস কে ইফতেখার মুহাম্মদ উমায়ের সহকারী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় গোপালগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী তুষার আহম্মেদ বাঘা সভাপতি শেখ মণি স্মৃতি পরিষদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব ওহিদুজ্জামান ভূঁইয়া প্রধান শিক্ষক চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালায় গোপালগঞ্জ। এছাড়া সম্মানিত শিক্ষকগণ ও ম্যানেজিং কমিটির সদস্য ও সেচ্ছাসেবীগণও উপস্থিত ছিলেন।