আমিরুল ইংলিশ কেয়ার কর্তৃক ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিতঃ ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১:২০ অপরাহ্ণ

সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থী ক্যাডেট কলেজে ৭ম শ্রেনীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমিরুল ইংলিশ কেয়ার এর আয়োজনে শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে মুজিব সড়ক গুডফুড রেষ্টুরেন্টে আমিরুল ইংলিশ কেয়ার এর আয়োজনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ২০২৪ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ২১ জন মেধাবী শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা জানিয়ে সংবর্ধনা দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক এছাড়াও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করা হয়। জানাগেছে, ঐতিহ্যবাহী আমিরুল ইংলিশ কেয়ার লেখাপড়ার পাশাপাশি গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম সক্রিয় রেখেছেন। শিক্ষা প্রদানের পাশাপাশি দক্ষ অনুষদ ছাত্র ছাত্রীদের সার্বিক তত্ত্বাবধানে গুনগত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাডেট চান্স প্রাপ্তীদের এমনভাবেই গড়ে তোলা হয়, যাতে ভবিষ্যতে তারা সশস্ত্রবাহিনীসহ সমাজের সকল ক্ষেত্রে দেশে ও বিদেশে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে সেই ধারাবাহিকতা বহুাল রাখতে নিরলসভাবে পরিশ্রম করেছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থী, অন্বেষা,রাইসা,সাবাহ্,তিবাহ্,রুপন্তি,
অনিকা এবং বিএল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থী, সাবিবুর, জারিফ,প্রাপ্ত, রাহবার,নম্র,রাইয়ান রাফি,সাদ,
কৌশিক,সাফওয়ান,তাওহীদ আলম তামিম,বায়োজিদ,তামিম,রাফি,মক্তাদি আল রাফি,নাজমুস সাকিব।

শিক্ষার্থীরা জানান, আমরা আমিরুল স্যারের কাছে ইংরেজি বিষয়ে পড়ে ইংরেজিতে যে দুর্বলতা ছিল সেটা আর নেয়। স্যারের সার্বিক তত্ত্বাবধানে গুনগত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। আমিরুল ইংলিশ কেয়ার এর প্রতিষ্ঠাতা পরিচালক ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আমিরুল ইসলাম বলেন, আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামের বিপরীত পার্শ্বে ৬ ষষ্ঠ শ্রেণীতে মোট ৫৫ জন শিক্ষার্থীদের নিয়ে ব্যাচ পড়ানো শুরু করি। এর মধ্যে মোট ২১ জন শিক্ষার্থী ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার ছাত্র ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমি অনেক আনন্দিত এদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর (নন-টেক) ইংরেজি মোছা: শাহারা বানু। রাশিদোজ্জাহা মহিলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ( বাংলা) মোছা: রেহানা পারভীন,ডা: আব্দুল বারি, এমভি প্রথামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা খাতুন, সবুজ এইচ সরকার, আকাশ, দিল প্রমুখ। অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন, তালহা স্টুডেন্ট কেয়ার এর প্রতিষ্ঠিাতা পরিচালক ও শিক্ষক টিএম তালহা।

  • সবুজ এইচ সরকার

    সিরাজগঞ্জ প্রতিনিধি

    Related Posts

    • জানুয়ারি ১৭, ২০২৫
    র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবের অতীত কার্যক্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনা করে এর প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়নের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের

    • জানুয়ারি ১৫, ২০২৫
    ৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

    সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন যেসব সুপারিশ করেছে তাতে চার বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং ২১ বছর বয়সে সংসদ নির্বাচনে প্রার্থিতার সুযোগ রাখার সুপারিশ করা হয়েছে। বুধবার

    You Missed

    শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

    শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

    র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

    র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

    ৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

    ৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

    ৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

    ৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

    রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

    রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

    বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

    বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের