অক্সিজেনের অভাবে বাবার মৃত্যু, দুই সপ্তাহে অক্সিজেন প্ল্যান্ট বানাল স্কুলছাত্র

  • প্রকাশিতঃ
  • ৯ জুন, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ

মাত্র দুই সপ্তাহে বাতাস থেকে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট তৈরি করেছে তাহের মাহমুদ তারিফ। এতে খরচ হয়েছে মাত্র ৬৫ হাজার টাকা। তারিফ পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরি মহল্লার বকুলের মোড় এলাকার মৃত আব্দুস সালামের ছেলে এবং ঈশ্বরদীর সরকারি এস এম (সাঁড়া মরোয়ারি) মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র। তারিফ মঙ্গলবার (৮ জুন) ঈশ্বরদী উপজেলা পরিষদে তার আবিষ্কৃত প্ল্যান্টটি দিয়ে অক্সিজেন তৈরি করে দেখায়।

জানা গেছে, এক বছর আগে তারিফের বাবা আব্দুস সালাম মুমূর্ষু অবস্থায় অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করেন। কিন্তু সেসময় তারিফ তার বাবার জন্য কিছুই করতে না পেরে প্রতিজ্ঞা করেছিল স্বল্প খরচে অক্সিজেন তৈরির। সেই প্রতিজ্ঞা থেকেই সে অল্প খরচে বাতাস থেকে অক্সিজেন উৎপাদনে প্ল্যান্ট তৈরি করে তারিফ।

এক বছরের আগে তার বাবার মৃত্যুর সময় অক্সিজেন সমস্যায় পড়তে হয় জানিয়ে তাহের মাহমুদ তারিফ জানায়, বর্তমানে করোনা সংক্রমণের কারণে অক্সিজেনের চাহিদাও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সবদিক চিন্তা করেই সে অল্প করেছে অক্সিজেন উৎপাদন করতে গবেষণা শুরু করে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে এবং স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় তার গবেষণায় সফলতা অর্জন করেছে জানিয়ে তারিফ জানায়, ডায়নামো দিয়ে বাতাসকে প্রথমে একটি সিলিন্ডারে প্রবেশ করানো হয়। বাতাসে অক্সিজেন ছাড়াও অন্যান্য উপাদান থাকায় সেগুলো বের করার জন্য জিওলাইট ব্যবহার করা হয়েছে। জিওলাইটের মাধ্যম বাতাস থেকে অক্সিজেনকে একদিক দিয়ে এবং অন্যান্য উপাদানকে আরেকদিক দিয়ে বের করা হয়।

তার আবিষ্কৃত প্ল্যান্টে অক্সিজেন উৎপাদন ল্যাবরেটরি টেস্টে সফল জানিয়ে সে জানায়, এখন কম খরচে বৃহত্তর পরিসরে দেশে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন করার বিষয়ে আশাবাদী সে।

তারিফ অত্যন্ত মেধাবী ছাত্র উল্লেখ করে এসএম (সাঁড়া মরোয়ারি) মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম জানান, দরিদ্র পরিবারের এই শিক্ষার্থী তার বাবার মৃত্যুতে অসহায় হয়ে পড়লেও দমে যায়নি। সে তার চেষ্টা অব্যাহত রেখেছে। তারা ষষ্ঠ শ্রেণি থেকেই তাকে নানাভাবে সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

কম খরচে প্ল্যান্ট তৈরিতে তারিফকে আর্থিক সহযোগিতা করা হয়েছে জানিয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস বলেন, তারিফের অক্সিজেন ল্যাব পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে যোগাযোগ করা হচ্ছে। ল্যাব টেস্টে সাফল্য প্রমাণিত হলে বৃহত্তর পরিসরে বড় প্ল্যান্ট তৈরি করে বিপুল পরিমাণ অক্সিজেন দেশেই কম খরচে উৎপাদন করা সম্ভব হবে বলেও জানান ইউএনও।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • জুন ২১, ২০২৩
  • 187 views
চট্টগ্রাম আদালত ভবন ও আইনজীবী ভবন সমূহে যাতায়াত নির্দেশিকা

চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানাধীন বাংলাদেশ ব্যাংক, নিউ মার্কেট, জহুর হকার্স মার্কেট ও মুসলিম হাইস্কুল বেষ্টিত একসময়ের পরীর পাহাড় বর্তমানে কোর্টহিল নামেই চট্টগ্রাম সহ…

Read more

  • মে ৬, ২০২৩
  • 114 views
ক্রিকেটের নতুন সম্রাট বাবর আজমের কথা বলছি

ক্রিকেটের নতুন সম্রাট বাবর আজমের কথা বলছি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দিল্লীর সম্রাট বাবরের তরবারি হাতে দিল্লী শাসনের সময়টা বড্ড বেশি পুরানো, এখন সময়…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট