বাছাই পর্ব থেকে যেভাবে দুই দল ওয়ানডে বিশ্বকাপে পৌঁছাবে

0
23
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এ অংশগ্রহণ করবে ১০টি দল। তম্মধ্যে স্বাগতিক ভারত সরাসরি অংশগ্রহণ সহ ওয়ানডে সুপার লীগ থেকে উত্তীর্ণ ৭টি দল অর্থাৎ ইতোমধ্যে ৮টি দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে। অপর দুই দল বাছাই পর্ব থেকে সুযোগ পাবে।
দুই গ্রুপে বিভক্ত হয়ে চারটি টেস্ট খেলুড়ে দেশ উইন্ডিজ, আয়ারল্যান্ড, শ্রীলকা ও জিম্বাবুয়ে সহ আইসিসির সহযোগী ৬টি দল নিয়ে চলছে বিশ্বকাপ বাছাই পর্ব। আয়ারল্যান্ডের মতো দল ইতোমধ্যে ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে। ওমান দুই ম্যাচে ২ জয় পেয়েছে। শ্রীলংকা,  উইন্ডিজ ও জিম্বাবুয়েও জয় পেয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে ২০টি ম্যাচ। তৎপর দুই গ্রুপের টপে থাকা ৩টি করে ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স রাউন্ড।
সুপার সিক্সে ৯টি ম্যাচ শেষে ফাইনালে উত্তীর্ণ ২ দলই খেলবে বিশ্বকাপে। অপর দলগুলোর মধ্যে স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হলেও তাদের বিশ্বকাপে খেলা হবে না।