এন্টি সুইসাইডাল স্কোয়াডের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান ১৩ মে

0
151

আত্মহত্যা প্রতিরোধ ও মানসিকভাবে হতাশাগ্রস্ত মানুষের জন্য কাজ করতে যাওয়া সময়ের আলোচিত সংগঠন এন্টি সুইসাইডাল স্কোয়াড।গত বছরের ১০ মে অনলাইন ভিত্তিক সেবার নিমিত্তে এটি গঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আগামী ১৩ মে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডাকসুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান ও স্কোয়াড সদস্যদের মিলনমেলা।

অনুষ্ঠানে স্কোয়াড সদস্যদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রদূত, রাজনীতিবিদ ও মেজর জেনারেল(অব) আমসাআ আমিন,লেখক ও গবেষক ব্যারিস্টার রিয়াজ মাহমুদ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবি শরিফ শেখ।এছাড়াও সাংবাদিক ও গণমাধ্যম কর্মীসহ অন্যন্য বিশেষ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে বলে স্কোয়াডের প্রতিষ্ঠাতা কাবিল সাদি নিশ্চিত করেছেন।

 

উপদেষ্টা প্রধান তাসমিনা জেবিন ফ্লোরা,সাংগঠনিক উইংয়ের মূল দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিমাতুজ জান্নাত ও আহসান নাহিদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বাধীন আর সিয়ামসহ একাধিক স্কোয়াড সদস্য এই অনুষ্ঠান আয়োজনে কাজ করে যাচ্ছেন।আয়োজকরা জানান,আমরা সবার উপস্থিতি সুবিধা বিবেচনা করে ১০মে তারিখের পরিবর্তে ১৩ মে শনিবার বিকেল তিনটায় অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি এবং ইতোমধ্যে নাম মাত্র ফি তে রেজিষ্ট্রেশন কাজ চলমান রয়েছে যা ১০ তারিখ রাত ১২ টা পর্যন্ত চলবে।রেজিষ্ট্রেশন কাজের দায়িত্বে পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রধান ও কেন্দ্রীয় সরকারি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শামীম উদ্দিন সুজন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রধান নিয়ামাতুল্লাহ খান।এছাড়াও অনুষ্ঠান আয়োজনে নারী উইংয়ের দায়িত্বে আছেন ইডেন কলেজের শিক্ষার্থী রাবেয়া ফেরদৌসী।অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ ট্র‍্যাকার ডট কম।

উল্লেখ্য,দেশব্যাপী আত্মহত্যা হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ২০২২ সালের ১০ মে এন্টি সুইসাইডাল স্কোয়াড গঠন করা হয়।গঠনের পর থেকেই এটি দেশব্যাপী আত্মহত্যা প্রবণ মানুষের পাশে থেকে কাউন্সিলিং সহ নানা ধরনের সেবা দিয়ে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠে।