টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে নতুন ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা। রোববার জোহানেসবার্গে কাইল মায়ার্স ফিফটি ও জনসন চার্লসের ঝড়ো শতকে ৫ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করেছিলো নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ডিককের ৪৩ বলের সেঞ্চুরিতে এই রানও টপকে যায় ১ ওভার হাতে রেখেই। হাতে উইকেটও ছিলো ৬ টি! ৩ ম্যাচের এই টি-২০ সিরিজে স্বাগতিক দক্ষিন আফ্রিকা প্রথম ম্যাচে হেরে গেলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প ছিলো না। সে জয়ের জন্য এক নতুন ইতিহাসই রচনা করে ফেলেন ডিকক, মার্করামরা। কারণ আন্তর্জাতিক টি-২০তে এটাই ছিলো সবচেয়ে বেশি রাস তাড়া করে জয়ের নজির। উল্লেখ্য ২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটেও এই জোহানসবার্গেই রেকর্ড ৪৩৪ রান তাড়া করে জয় পেয়েছিলো দক্ষিন আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েস্টইন্ডিজ ২৫৮/৫ (২০)
দক্ষিন আফ্রিকা ২৫৯/৫ (১৮.৫)