ভূয়া বিসিএস ট্যাক্স ক্যাডারঃ লক্ষ্য যার সুন্দরী মেয়েদের বিয়ের ফাঁদে ফেলা

0
143
সরকারি চাকুরী যেখানে সোনার হরিণ,একজন বিসিএস ক্যাডার সেখানে প্লাটিনাম থেকেও দামী কিছু। আর এই সুযোগটিই প্রতারণার কাজে ব্যবহার করে আসছেন অনেক প্রতারক। তানভির হাসান মিদ্রা তাদেরই একজন।এটিই তার ফেসবুক আইডি,তবে মৃধা লিখার বানান ভুল করে হয়তো মিদ্রা লিখেন। তবে বানান যাইহোক,তার ফেসবুক আইডি থেকে জানা যায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।