শরীর বিক্রির চেয়েও মগজ বিক্রি বড় অপরাধ। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত আগ্রাসানের বিরুদ্ধে সোচ্চার মিয়া খলিফা মনে করিয়ে দিলেন শরীর বিক্রির চেয়েও মগজ বিক্রি বড় অপরাধ। মিয়া খলিফা এবং মালালা ইউসুফ জাই দুজনই বিশ্বের পরিচিত মুখ। একজন নেতিবাচক খবরে আরেকজন ইতিবাচক খবরে।
এবার ফিলিস্তিনের নিপিড়ীত মানুষের পাশে নিজের শক্ত অবস্থান নিয়ে ফের আলোচনায় এসেছেন সাবেক এই পর্ণ স্টার। ঠিক তখন যখন মুসলিম বিশ্বের তরুণ উদীয়মান নেতৃত্ব মালালা ইউসুফ জাই ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন জানাতে ব্যর্থ হয়েছেন। তখনই প্রশ্ন উঠে মিয়া খলিফা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারলে মালালা ইউসুফ জাই কেন পারলেন না? কারণ মামলা ইউসুফ জাই উন্নত জীবনের মোহে পরে মগজ আর বিবেক বিক্রি করে দিয়েছেন। অন্য দিকে মিয়া খলিফা শরীর বিক্রি করলেও মগজ বিক্রি করেননি। যেকারণে বিশ্বজুড়ে নেটিজেনরা মিয়া খলিফাকে প্রশংসায় ভাসালেও মালালা ইউসুফ জাইয়ের কড়া সমালোচনা করেছেন। কাজেই শরীর বিক্রির চেয়েও মগজ বিক্রি বড় অপরাধ।