ভারতে অক্সিজেনের অভাবে মারা গেল ১১ করোনা রোগী

0
47

আন্তর্জাতিক ডেস্ক, বিডিনিউজ ট্র্যাকারঃ

ভারতে অক্সিজেনের অভাবে একই হাসপাতালের আইসিইউ থেকে ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনার ফলে রোগীর স্বজনেরা সহিংস হয়ে উঠেন।

হাসপাতালে অক্সিজেন ছিল না মাত্র পাঁচ মিনিট। আর এতেই প্রাণ গেল চিকিৎসাধীন ১১ জন করোনা রোগীর। সোমবার (১০ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের তিরুপাতির একটি হাসপাতালে। মৃত রোগীরা সবাই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের তিরুপাতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে অক্সিজেনের সরবরাহে সমস্যা দেখা দেয়। যার কারণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীরা বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় অক্সিজেন পাননি। আর এতেই মারা যান করোনায় আক্রান্ত ১১ জন রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here