বিএনপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : ব্যারিস্টার শেখ নাঈম

  • প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০২২ ৫:১৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ‘বিছিন্নভাবে কিছুলোক নিয়ে বিএনপি দেখাতে চায় তাদের জনসমর্থন আছে। অথচ বিএনপি সারাজীবন কোনো আদর্শ ছাড়াই রাজনীতি করেছে। কারণ তাদের উৎপত্তি হয়েছে অরাজনৈতিকভাবে। ফলে এখনও তাদের রাজনৈতিক চিন্তা চেতনা তৈরি হয়নি। তাদের গঠনতন্ত্রে আছে যে, সাজাপ্রাপ্তরা দলের প্রধান হতে পারবেন না অথচ এখনো তারা সাজাপ্রাপ্ত আসামীকে দলের প্রধান করে রেখেছেন’ বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম এসব কথা বলেন।

শনিবার (০৫ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আগামী ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণজয়ন্তীতে মহাসমাবেশ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আল-মামুন সরকার। এ সময় তারা বলেন, আগামী ১১ নভেম্বর মহাসমাবেশ সর্বকালের শ্রেষ্ঠ সমাবেশ হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সেজন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে মহাসমাবেশে অংশ গ্রহণ করার নির্দেশনা দেন তারা।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সহ-সম্পাদক মো. আলামিনুল হক আলামিন, নির্বাহী সদস্য মুজিবুর রহমান, সদস্য আশিকুল ইসলাম, নাজিম উদ্দিন, শিরিন শিলা’সহ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস প্রমুখ।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম আরও বলেন, ‘মির্জা ফখরুল একেক সময় একেক কথা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নাকি সমর্থন নেই! এত উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী, কালকেও যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হবে। বিএনপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

তিনি বলেন. আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ঢাকার মহাসমাবেশ হবে সর্বকালের শ্রেষ্ঠ সমাবেশ। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মী নিয়ে মহাসমাবেশে অংশ নেয়ার আহবান জানান।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • জানুয়ারি ৮, ২০২৫
৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা বেজে ১৫ মিনিট। হিথ্রো এয়ারপোর্ট এলাকায় তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি, সঙ্গে ঝরছে কিছুটা বৃষ্টি। ঠিক এমন সময়ে রানওয়ে স্পর্শ করল বেগম জিয়াকে বহনকারী

  • ফেব্রুয়ারি ১১, ২০২৪
সিরাজগঞ্জে বিআইএমটি অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে বয়কট করলেন শিক্ষার্থীরা

বার বার দুর্নীতি ও অনিয়ম বাগেরহাট ও ফরিদপুর থেকে বিতাড়িত অধ্যক্ষ সিরাজুল ইসলাম কে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) সিরাজগঞ্জে পদায়ন করায় বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের