সিরাজগঞ্জে কীটনাশক পান করিয়ে গৃহবধূকে হত্যা

0
16
সিরাজগঞ্জে বিশ্ব নদী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে নদী রক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। নদীর পানির গভীরতা, প্রশস্থতা, ক্ষতি করবো না, এবং নদী দূষণ মুক্ত রাখবো। নদীর গুরুত্ব সারা বছর অপরিসীম, আমাদের সকলের উচিত নদীকে গুরুত্ব দেওয়ার। ৮০ কিঃমিঃ দৈর্ঘ্যের ইছামতী নদী শুষ্ক মৌসুমে পুনঃখনন করা হবে। এছাড়াও যেগুলো নদী পানি প্রবাহের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নদী আমরা পুনঃখননের ব্যবস্থা করবো।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মোবারক হোসেন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. হেলাল আহম্মেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, হোসেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, মো. তরিকুল ইসলাম, তারাশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উল করিম,সহকারী কমিশনার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিন, কামারখন্দ সহকারী কমিশনার (ভুমি) মোছা,  সুমা খাতুন, শহজাদপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)লিয়াকত হোসেন, রায়গঞ্জ উপজেলা সহকারী (ভুমি) তানজীল পারভেজ সহ সবুজ কানন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী (স্কাউট) প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here