৭ই মার্চ নিয়ে হারুন অর রশিদের কবিতা- সেদিন ৭ই মার্চ

0
107

সেদিন-৭ই মার্চ
হারুন অর রশিদ হীরা


তোমার অঙ্গুলি হেলানোয় সেদিন
হেলে গিয়েছিল স্বৈর সিংহাসন
তোমার আগুন জ্বালা ভাষণে সেদিন
পুড়ে ছারখার হয়েছিল অত্যাচারীর শাসন।

তোমার উচ্চারিত এক একটি শব্দ সেদিন
তৈরি করেছিল অমর রাজনীতির কবিতা
তোমার সে কবিতার পঙ্ক্তিতে সেদিন
গেঁথে দিয়েছিলে অনিবার্য স্বাধীনতার বারতা।

তোমার এক একটি দৃপ্ত হুঙ্কার সেদিন
রেসকোর্সের লাখো চোখে জ্বেলেছিল অগ্নি-মশাল
তোমার প্রতিটি বজ্র গর্জনে সেদিন
সারা বাংলা হয়েছিল মুক্তির নেশায় উন্মাতাল।

তোমার কণ্ঠের দুর্বিনীত সাহস সেদিন
বিদ্যুতের মতো ছড়িয়েছিল কল রেডির তার বেয়ে
তোমার কথাতে তাই বাংলার প্রতিটি ঘর সেদিন
দুর্ভেদ্য দুর্গ হয়ে উঠেছিল সে দুর্বার সাহস পেয়ে।

তোমার বলা “স্বাধীনতার সংগ্রাম” শুনে সেদিন
যুদ্ধ করে মুক্ত করে নিতে বাংলা
তোমার নির্দেশে ভেতো বাঙালী সেদিন
যার ঘরে যা ছিল তাই নিয়ে হয়ে যায় গেরিলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here