কবি হারুন অর রশিদ হীরার কবিতা কোন ’এক বিষন্ন বিকেল ‘

0
50
কবি হারুন অর রশিদ

কোন এক বিষন্ন বিকেলে
হারুন অর রশিদ হীরা


কোন এক বিষন্ন বিকেলে
আমাকে রাঙাতে তুমি এসেছিলে
হৃদয়ের ভাঁজে জমা সবটুকু বিষন্ন বিষ
শুষে নিয়েছিলে বেহুলার মতো।

তুমি বিনা এতগুলো দিনে
ভীষণ বিষন্নতা জমেছে মনে
সবকিছু ভুলে এসো তুমি ফিরে
ভুলে গিয়ে তব অভিমান যতো।

যে পথে তুমি চলে গিয়েছিলে
সে পথ হৃদয়ের রক্ত ফুলে
সাজিয়ে রাখি সযতনে
তুমি না জানো জানে অন্তর্যামী।

যদি তুমি ফির আরেকটি বার
পান করে নেব সবটুকু বেদনা তোমার
নির্ধিধায় নীলকন্ঠ হতে
তৈরি রবো আমি।

প্রতিটি ক্ষণ এখন যায় যে এমন
জল বিনা চাতকের কাটে যেমন
যৌবনে বনের ফুল বিরহে ঝরে
না পেয়ে অলির আলিঙ্গন।

তুমি বিহনে এই ক্ষণে মোর
নির্ঘুম রাত যায় আসে তৃষিত ভোর
পোড়া দুপুর-পথে আসে বিবর্ণ বিকেল
অষ্টপ্রহরের কেউ মোরে করে না গ্রহন।

কিছু ফুল ফোটে ভুল বাগানে
এক জনমে হয় না প্রেম মালীর সনে
সাজিয়ে বাগান, বিলিয়ে ঘ্রাণ
যায় চলে নিরব অভিমানে।

এই বুক সেই অভাগী বাগান
নির্লপ্ত মালী ফিরে শূন্য শ্মশান
শুষে নেয় তোমার ছড়ানো সুবাস
প্রাণের অন্তহীন ঘন গহীনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here