কবি মিরাজ খানের নতুন কবিতা ‘ধূসর ক্যানভাস’

0
50

কবি মোঃ মিরাজ খানের নতুন কবিতা ‘ধূসর ক্যানভাস’। কবিতায় কবি ধূসর ক্যানভাসে প্রিয় মানুষটির ছবি এঁকেছেন। কবিতাটি জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে প্রথম প্রকাশিত হয়।

  ধূসর ক্যানভাস
মোঃ মিরাজ খান


তোমার ক্লান্তিময় কিছু সময় আমায় দেবে?
কথা দিচ্ছি আমার ক্লান্তি দিয়ে
তোমার সমস্ত ক্লান্তি দুর করে দেবো।
তোমার স্বপ্নীল আকাশ বড়োই মেঘাচ্ছন্ন!
একটা বার ফানুস উড়াই এসো,
ধূসর আকাশ পাক সামান্য আলো।

তোমার এই যে চলে যাওয়া,
কাছে আসা আবার চলে যাওয়া।
-এ সবই ভালো লাগে।
ভালো লাগে মিহী কন্ঠে-
আউড়ে যাওয়া বিচ্ছিন্ন রকম কবিতা,
ভিমরুলের আল ফুটিয়ে তুমি নীলকণ্ঠ হয়েছো!
-একটু সাহস দাও আমি শুষে নেই সমস্ত কষ্ট।

মাঝরাতে ঘুমহীন ক্লান্ত দেহে
তুমি হেলে পরো কৃষ্ণচূড়ার বুকে,
লাল লেলীহান শিখায় তুমি বিমুর্ষ হও,
তুমি ফিরে আসো নিজের আবর্তে।

এই যে আমি বারবার তোমারই মতো
কালের বিবর্তে ফিরে ফিরে আসি
একপশলা ব্যর্থ স্বপ্ন সাজাই.
তুমি কি স্বপ্নে ভাসবে
নাকি কৃষ্ণচূড়ার রঙে আকঁবে
তোমার-“ধুসর ক্যানভাস”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here