কোন রান না করেই সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের দুই ওপেনার। মিরপুর শেরো বাংলা স্টেডিয়ামে হতে চলা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংসের শুরুতেই জোড়া আঘাত পায় বাংলাদেশ। আশিথা ফার্নান্দোর লেন্থ বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু বল-ব্যাটের টাইমিং হয়নি। ব্যাটের উপরের দিকে লেগে বল যায় পয়েন্টে। সেখানে জয়াবিক্রমা দারুণ ক্যাচ নিয়ে তামিমকে সাজঘরের পথ দেখান।
দারুণ বোলিংয়ের পর নিখুঁত ফিল্ডিংয়ে তামিমকে রানের খাতা খুলতে দেয়নি শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটে এটি তামিমের দশম ডাক। প্রথম ওভারে আলগা শটে জয় বোল্ড হয়েছিলেন। এবার তামিম ফিরলেন সাজঘরে। দুই ওপেনারই ফিরেছেন শূন্য রানে। শেষ খবর পাওয়া অনুযায়ী বাংলাদেশের সংগ্রহ স্কোর: বাংলাদেশ ১৫/২ (৩ ওভার)
দ্বিতীয় বলেই উইকেট হারাল বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা একদম বাজে হলো। পেসার কাশুন রাজিথার দ্বিতীয় বলে বোল্ড ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। বলে তেমন গতি ছিল না, ১২৮ কি.মি.। কিন্তু স্কিড করে ভেতরে ঢোকায় ব্যাট নামানোর সুযোগ পাননি জয়। আলগা শটে শূন্য রানে ফিরলেন এ ওপেনার। প্রথম বলটিও দারুণ করেছিলেন ডানহাতি পেসার। ইয়র্কার দিয়েছিলেন জয়কে। ঠিকঠাক মতো সেই বলটি আটকে দিলেও দ্বিতীয় বলে সাজঘরে ফিরতে হয় তাকে। উইকেটে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
টস
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ইনিংস উদ্বোধনে নেমেছেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়। বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন অনুমিতই ছিল। পেসার শরিফুল ইসলাম ও স্পিনার নাঈম হাসান প্রথম টেস্টের পর ছিটকে গেছেন। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও ইবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে, ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুউজ, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকাভেলা, রামেশ মেন্ডিস, প্রবীন জয়াবিক্রমা, কাশুন রাজিথা, আশিথা ফার্নান্দো।
Hi there! Do you know if they make any plugins to assist with Search Engine Optimization? I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not seeing very good gains.
If you know of any please share. Cheers! I saw similar article here: Eco bij
For example, throughout the Black group, there is usually a reluctance to seek therapy because of previous experiences of discrimination and mistrust in healthcare programs.
sugar defender ingredients Including Sugar Protector right into my
daily regimen total wellness. As somebody that focuses
on healthy and balanced consuming, I value the additional protection this supplement offers.
Given that starting to take it, I’ve noticed a marked enhancement in my
energy levels and a substantial decrease in my need for unhealthy treats such a such an extensive influence on my daily life.