মাসরুফা জান্নাতের কবিতা ‘অপেক্ষা’

5
55

মাসরুফা জান্নাতের কবিতা ‘অপেক্ষা’ । কবিতায় কবি তার প্রিয় মানুষটির জন্য অপেক্ষায় থাকার কথাগুলো বর্ণনা করেছে কাব্যিক ঢঙে। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়।

    অপেক্ষা
– মাসরুফা জান্নাত


আমাদের কখনো দেখা হবে না
তবুও, রোজ ঘটা করে আমার মনে আগমন ঘটে তোমার !
কি দাপটে অবাধে বিচরণ করো তুমি
বারণ করবার সাধ্য নেই আমার।

আমি শুধু তাকিয়ে দেখি
একজোড়া শান্ত চোখ-
চশমার ভেতর থেকে কি উজ্জ্বল ভাবে তাকিয়ে আছে!
মুহুর্তেই ভুলে যাই তোমার আমার মাঝে,
এই জন্মের ব্যবধান।

তোমার পৃথিবী রঙ্গীন আর আমার সাদাকালো!
ভুলে যাই,আমি তোমার কাছে স্রেফ অপরিচিত কেউ!
আমি শুধু পরম্পরাহীন ভাবে তাকিয়ে দেখি
একজোড়া শান্ত চোখ।

চশমার ভেতর থেকে কি উৎসুক ভাবে তাকিয়ে আছে!
সেই চোখের গভীরতা আমাকে টানতে থাকে
আমি ডুবতে থাকি ক্রমশ।
আমার কোন অভিমান নেই, নেই কোন অভিযোগ !
শুধু আছে সামনাসামনি দেখার এক সমুদ্দুর তৃষ্ণা।
আছে অনুভূতির টানাপোড়েন।
আমি শুধু তাকিয়ে দেখি
এক জোড়া শান্ত চোখ।
চশমার ভেতর থেকে কি ব্যাকুল ভাবে তাকিয়ে আছে!

আমাদের কখনো কথা হবে না
তবুও রোজ বিকেলে তোমাকে নিয়ে গল্প সাজাই!
যার প্রতিটা শব্দের পরতে পরতে মিশে থাকে
আমার মানব জন্মের সমস্ত অপেক্ষা।
যদি আমাদের দেখা হয়!
যদি কখনো আমাদের কথা হয়!

 

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here