কবি জামান মনিরের নতুন কবিতা ‘ওহে নারী’

0
44

কবি জামান মনিরের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ওহে নারী।  বিডিনিউজ ট্র্যাকারের সাহিত্য পাতায় কবিতাটি প্রথম প্রকাশ করা হয়। কবিতায় কবি তার হৃদয়ের অতলস্পর্শী ভাবনাগুলো নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন নারী বন্দনায়।

  ওহে নারী
জামান মনির


তুখোড় সাঁতারু আমি
কেনো ডুববে তুমি!
আমি প্রেম পূজারী
ভয় নেই ওহে নারী।

আমার যত কথা যত লেখা
সব তোমারই অবদান,
যদি সাথে না থাকতে
সবকিছু হয়ে যেতো ম্লান।

তুমিই আমার সুর ছন্দ
এতে নেই-যে কোন দ্বন্দ্ব,
প্রেম ভালোবাসা নয়তো মন্দ
রেখো’না হৃদয়ের মণিকোঠা বন্ধ।

কোন একদিন শিশির স্নাত ভোরে
কড়া নাড়বো তোমার দোরে,
খুব আস্তে, নয়তো জোরে
তোমায় দেখতে মনটা খুব পোড়ে।

কোন একদিন মধ্যে দুপুরে
ভাতঘুম ঠেলে দূরে,
উদাস গানের সুরে সুরে
সময়টা করবো জয়, মনটা পুরে।

কোন একদিন গোধূলি বেলা
ভাসাবো স্বপ্নের ভেলা,
করবো জলের সাথে খেলা
হোক যতোই অবেলা।

কোন একদিন মধ্যে রাতে
তোমার হাত ধরে হাতে,
মৌমাছি প্রজাপতির সনে
ঘুরবো দু’জন ফুলের বনে।

আমার সাথে প্রেম করলে
ভাব-ভালোবাসা গড়লে,
তোমায় আমি পারবো দিতে
মহাকাব্যের অমীয় সুধা সিঁথিতে।

আমি ধন্য প্রীত প্রাণিত
তোমার ছোঁয়ায় শানিত,
তুমিতো বাজালে সুর অন্তরে
কোন-সে যাদুর কাঠির মন্ত্ররে!

কখনো ফেলনা ছুঁড়ে ফুল
হে মন মননের মানবী,
ভেঙ্গো’না হৃদয়ের দু-কূল
তোমাতে ভাসবো হে জাহ্নবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here