১৫ মাস পর ফিরেই নাঈম হাসানের ৬ উইকেট। প্রায় দেড় বছর আগে খেলেছিলেন মেষ টেস্ট। মেহেদি হাসান মিরাজের ইনজুরিতে অবশেষে কপাল খুলে যায় চট্টগ্রাম ঘরের ছেলে নাঈম হাসানের। সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে। এরপর দলের বাইরে ছিলেন। ইনজুরি আর অফ ফর্মের কারণে জায়গা পাকাপোক্ত করতে পারেননি।
অনেকের মতে বাতিলের খাতায় নাম পড়ে গেছিল তার। মেহেদী হাসান মিরাজ যেমন উজ্জ্বল পারফরম্যান্স করছিলেন, তাতে নাঈম হাসানের ফেরার রাস্তাটা সুগম ছিল না। শুরুতে সুযোগ মিলেছিল না ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও। সেই মিরাজের চোটে ১৫ মাস পর কপাল খুলে দেয় এই অফ স্পিনারের। ফিরেই ঘরের মাঠে বাজিমার নাঈমের। প্রথম দিন ২ উইকেট নেওয়ার পর আজ নিয়েছেন আরও ৪টি। সবমিলিয়ে ১০৫ রানে মোট ৬ উইকেট।
দুর্দান্ত বোলিং করা নাইম নিয়েছেন লঙ্কান ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটিও। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে হতাশায় ডুবিয়ে ১৯৯ রানে সাজঘরে ফেরান এই অফস্পিনার। মাত্র ১৭ বছর বয়সে ২০১৮ সালের ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ক্যাপ পান নাঈম। টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারের রেকর্ডটি এখনো নাঈমেরই দখলে।