কবি জামান মনিরের নতুন কবিতা ‘মুখচ্ছবি’

0
34

কবি জামান মনিরের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম মুখচ্ছবি। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়।

মুখচ্ছবি
জামান মনির


অনেকদিন পর তোমার একটি ছবি দেখলাম
আজ প্রাতে ‘গভীর ভাবনায় নিমগ্ন মুখচ্ছবি’!
সর্বদা প্রাণোচ্ছল মানুষ যদি ম্রিয়মাণ থাকে-
দেখে মায়া হয়,মনে হয় আঁধার নেমে এসেছে
বাতাস থমকে গেছে, বৃক্ষলতা শোকে নিস্তব্ধ;
এই-বুঝি কালবৈশাখী নেমে আসবে ধরায়-
না-কি ঝড় শেষে শান্ত তুমি ও প্রকৃতি এখন?

এক ফসিল জমির মতো ফসল তোলা হলে
শূন্য মাঠ পড়ে থাকে কিছুদিন অবহেলায়,
একদিন আলগোছে কৃষক এসে বসে পাশে
হয় কথা বিনিময় মাটি ও মানুষের অন্তরে;
আজ তোমার ছবির সাথে বেশ কথা হলো
দীর্ঘদিন পরে আলাপচারিতায় জেগে ওঠা-
এক মানবী যোনো স্রোতস্বিনী নদীর স্বরূপ!

ঢেউগুলো ভিড় জমিয়েছে- আছড়ে পড়ছে
বুক জমিনে, এ এক নির্ভরতার আশ্রয় স্থল
আমি বিভোর হয়ে দিলাম জলে ডুব সাঁতার;
একদিন বলেছিলে,দৌঁড়ে তুমি এগিয়ে যাবে
আমিও বলেছিলাম সাঁতারে আমি পারদর্শী।
আজ ঠিকই তুমি দৌঁড়ে এসেছ বিজয়ী বেশে-
আমাকেও কল্পলোকের স্বচ্ছ জলে ভেজালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here