কুমিল্লায় ভোক্তা‌ অ‌ধিদপ্ত‌রের অ‌ভিযা‌নে ৩ হাজার লিটার তেল উদ্ধার

3
50

কুমিল্লার বিজয়পু‌রে ভোক্তা‌ অ‌ধিদপ্ত‌রের তদার‌কি অ‌ভিযা‌নে ৩ হাজার লিটার তেল উদ্ধার ক‌রে ন‌্যায‌্যমূ‌ল্যে বি‌ক্রি ও ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। শুক্রবার, জাতী‌য় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার বিজয়পুর এলাকার সয়া‌বিন তে‌লের বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। বেলা ১০টা থে‌কে ১টা পর্যন্ত এ তদার‌কি কার্যক্রম চ‌লে। এ সময় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে প্রাপ্ত ত‌থ্যের ভি‌ত্তি‌তে বি‌ভিন্ন গোডাউ‌ন ও বাসা বা‌ড়ি‌তে তদার‌কি অ‌ভিযান চা‌লি‌য়ে আ‌গের দা‌মে ক্রয় ক‌রে  মজুদ ক‌রে রাখা ৩,০০০ লিটার তেল উদ্ধার ক‌রে মু‌দ্রিত মূ‌ল্যে স্থানীয় ভোক্তা সাধার‌ণের ম‌ধ্যে বি‌ক্রি ক‌রে দেওয়া হয়।

৪নং বারপাড়া ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান এ বিক্রয় কা‌জে সা‌র্বিক সহয‌ো‌গিতা ক‌রেন। এছাড়াও তেল লু‌কি‌য়ে রে‌খে কৃ‌ত্রিম সঙ্কট সৃ‌ষ্টি ক‌রে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় মেসার্স কামরুল হাসান শপ‌কে ৫০ হাজার টাকা এবং গা‌য়ের মূল‌্য মু‌ছে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় মেসার্স ভাই বন্ধু স্টোর‌কে ১০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠান‌কে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সদর দ‌ক্ষিণ উপ‌জেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায়  জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। কৃ‌ষি বিপণন অধিদপ্ত‌র, ক‌্যাব কু‌মিল্লার প্রতি‌নি‌ধি এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ অ‌ভিযা‌নে উপস্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

3 COMMENTS

  1. sugar defender reviews Discovering Sugar Protector has actually been a game-changer for me, as I’ve constantly been vigilant
    about handling my blood sugar degrees. With this supplement,
    I really feel equipped to organize my health and wellness, and my most recent medical exams
    have reflected a significant turn-around. Having a reliable ally in my edge supplies me with a
    sense of security and confidence, and I’m deeply glad for the extensive difference Sugar Defender
    has actually made in my wellness.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here