মনিরুল ইসলাম বাদলের নতুন কবিতা ‘উড়ন্ত ভাবনা’

0
62

সৃষ্টিশীল কবি ও লেখক মনিরুল ইসলাম বাদলের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ’উড়ন্ত ভাবনা ‘। বিডিনিউজ ট্র্যাকারের সাহিত্য পাতায় কবিতাটি প্রথম প্রকাশিত হয়। কবিতায় কবি তার জীবন সম্পর্কে অনুধাবনগুলো উড়ন্ত ভাবনা হিসেবে প্রকাশিত করেছেন।    

       উড়ন্ত ভাবনা
– মনিরুল ইসলাম বাদল

আমি সাগর দেখেছি, মহাসাগর দেখেছি
দেখিনি নোনা জলের মুর্ছনা
আমি পাহাডে পর্বতে ঝর্না দেখেছি
দেখিনি তার বুক ছেঁড়া কান্না।

আমি ঝড়-বৃষ্টি, কতই না দেখছি
দেখছি কি নিম্নচাপ, মনুষ্য যাতনা?
জলবায়ু পরিবর্তন, বুঝতে চায় মন
বুঝিনি বিজ্ঞদের চিন্তা চেতনা।

আমি গহীন অরন্য উজার হতে দেখি
দেখিনি তার বুকে কতো যন্ত্রনা
মানব আবাস নামে বনের নিবাস
সভ্যতার নামে অসভ্য ভাবনা।

আমি কাল বৈশাখী ঝড়কে দেখেছি
দেখেনি কে তার তান্ডবলীলা?
মেঘের গর্জন শুনেই চলেছি
সুনামীতে সাঙ্গ ভবলীলা।

আমি আকাশকে দেখে বড় হয়েছি
খুঁজে পাইনি আকাশের ঠিকানা
লক্ষ তাঁরা দেখেছি আকাশে
শুকতাঁরা আজো দেখা হলো না।

আমি প্রেমের জোয়ারে ভাসতে চাইছি
সাঁতার কাটতে জানি না
প্রকৃতির প্রেমে পড়ছি বলছি
প্রকৃতির ভাষা বুঝি না।

উড়ন্ত ভাবনা, ঘুমন্ত চেতনা, জাগ্রত কবে হবে
অশান্ত পৃথিবী, কবে হবে শান্ত, উত্তর কে দেবে !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here