প্রথম বাংলাদেশি হিসেবে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন আশরাফুল

প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার দুবাই ইমিগ্রেশন সাবেক এই অধিনায়কে দশ বছর মেয়াদি ভিসা প্রদান করে।

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা, গলফার জিভ মিলখা সিং, সাবেক পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম, স্পিনার শোয়েব মালিকদের মতো গোল্ডেন ভিসা পেয়ে সম্মানিত মনে করছেন আশরাফুল। তিনি বলেন, দশ বছরের জন্য দুবাইয়ের রেসিডেন্স ভিসা পেয়ে ভালো লাগছে। এখন এখানে আমি খেলতেও পারবো। ইউএই ক্রিকেট বোর্ড মনে করলে অভিজ্ঞতা দিয়ে তাদের সহযোগিতাও করতে পারবো।

তবে আশরাফুলের মনোযোগ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। তিনি এখনও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন বলেও জানিয়েছেন। উল্লেখ্য, ইউএই বিভিন্ন দেশের চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, শিল্পী, অভিনেতা, খেলোয়াড়সহ বিশিষ্ট ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করছে। বিভিন্ন ক্যাটাগরিতে অনেক বাংলাদেশি এই ভিসা গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer