কবি সাহনিন সুলতানা তার ‘স্বপ্নের মাঝে তুমি’ নামক কবিতায় প্রিয় মানুষটাকে অনুভব করবার চেষ্টা করেছেন।
বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য সে কবিতাটিই হুবুুহু তুলে ধরা হলো-
স্বপ্নের মাঝে তুমি
– সাহনীন সুলতানা
প্রতিদিনই কথা বলতে মন চায়
ভাবতে ভাবতে ভুলে যাই কাজের মাঝে।
মনের মধ্যে সারাক্ষণই তোমার আনাগোনা।
মনে মনে কথা হয় সারাক্ষণ।
জানালায় শালিক দোয়েলের কিচিরমিচির,
সবুজের সমারোহ,
দূরেই শীতলক্ষ্যার অপরূপ রূপে মুগ্ধ হয়ে চেয়ে থাকি।
ভুলে যাই সব কথা।
তোমাকে নিয়ে হেটে চলা
সবুজ ঘাসে বসে ঘন্টার পর ঘন্টা
সময় পার করা কেমন স্বপ্নের মতো মনে হয়।
ভাবতেই পারি না এমন কিছু মূহুর্ত ফেলে এসেছি।
হারিয়ে ফেলেছি অনেক স্বপ্ন আশা ভালোবাসা।
ছাদে গেলেই আকাশে মেঘের খেলা দেখি,
কথা বলি চাঁদের সাথেও,
মনে করতে চাই তারার দিকে চেয়ে তোমার কথা৷
তোমার ভালোবাসার কথা,
স্বপ্নের কথা মনে পড়ে যায় বার-বার।
স্বপ্নে বিভোর থাকি সারাক্ষণ ।
সারা দিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি।
ভুলে যেতে চাই সব কথা,
সব স্বপ্নের কথা।
কিন্তু! তবু তুমি ঘুরেফিরে স্বপ্নের মাঝেও আসো।
ঘুম ঘুম চোখে স্বপ্নের মাঝেও ভাসো তুমি।
স্বপ্নেই কত কথা বলি, ঝগড়া করি, ভালোবাসি,
হারিয়ে যাই দূরে কোথাও!