পুরো বিশ্বের মনোযোগ যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে ঠিক তখন কবি সাহনিন সুলতানা তার ’কবিতা’ নামক কবিতায় পৃথিবীর মানুষদের যুদ্ধ-বিগ্রহের বদলে কবিতার পাঠে মনোযোগী হতে বলেছেন। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য সে কবিতাটিই হুবুুহু তুলে ধরা হলো-
কবিতা
সাহনিন সুলতানা
এখন পৃথিবী এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
সবাই ব্যস্ত অস্ত্র শস্ত্র ক্ষেপণাস্ত্রের মোহড়ায়।
এখন কাধে অস্ত্র হাতে এটোমবোমা।
কবিতা পড়ার সময় কারো নাই।
সে কেবল অলস মানুষের আনন্দের খোরাক যোগায়।
এখন কেউ কবিতা পড়ে মানবিক হতে চায় না
চায় দখল, চায় অধিকার চায় ক্ষমতা।
এখন সবাই ছুটছে বিজ্ঞানের পথে।
কবিতারা বন্দি কিছু সৎ মানুষের কাছে৷
কবিতা এখন আর যুদ্ধ থামাতে পারে না৷
তবু্ও কবিরা কবিতা লিখে কবিতা পড়ে স্বপ্ন দেখে
একদিন পৃথিবীর মানুষ মানবিক হবে।
দুঃখ যন্ত্রণা অহংকার দূর হবে
মানুষ মানবিক হবে, প্রতিটি মানুষ অবসরে কবিতা পড়বে।
বিশ্ব হবে আনন্দময়।
কবিতায় হৃদয়ে রক্তক্ষরণ হলেও
শারীরিক ক্ষত হয় না।
তাই যুদ্ধ নয় এসো সবাই কবিতা পড়ি কবিতা লিখি!