কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ’ধরাধরির রাজ্যে অধরা তুমি’। ২০১৯ সালে শান্তির খোঁজে কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন কবি জাহিদুল ইসলাম। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য কবিতাটি তুলে ধরা হলো-
শোনলাম,
পুলিশের হাতে ৯ মাসের পলাতক আসামী ধরা পড়েছে-
এদিকে সাগরেও না-কি প্রচুর ইলিশ ধরা পড়ছে!
যে যার মত ইচ্ছে মত মাছ ধরছে- আর বিকচ্ছে!
কেউ কেউ আবার ধরা পড়া মাছ নিয়ে বাড়ি ফিরছে!
আমাদের পরিত্যাক্ত যে আম বাগানটিতে ২ বছর ধরে আম ধরে না
সেই আম বাগানাাটিতেও এবছর প্রচুর আম ধরেছে!
শুধু আম কেন? জাম, কাঠাল, লিচু সব গাছেই ধরেছে-
কিছুদিন আগে শ্রেণীকক্ষে বালিকার হাত ধরায়-
বালককে কানে ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন শিক্ষক!
হয়ত আগামী অর্থবছরেই বাংলাদেশের ফরেইন রিজার্ভ
৫০ বিলিয়ন ডলারের ল্যান্ডমার্ককে ধরে ফেলবে!
লিওনেল মেসির ৭টি ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ধরেই
খেলা ছাড়তে চেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
ভারতকে পেলে ধরে দিবানির হুঙ্কার ছুঁড়তেন মাশরাফিও
ধরি মাছ না ছুঁই পানি বলা লোকেরাও ধরেন
কেউ সকালে ধরেন, কেউ অকালে ধরেন
তবুও ধরেন- কিছু একটা ধরেন!
চারিদিকে যখন ধরাধরির খবরে সয়লাব হয়ে যাচ্ছে
তখনও আমার কাছে একমাত্র তুমিই কেবল অধরা রয়ে গেলে!
ধরাধরির রাজ্যে অধরা তুমি
– জাহিদুল ইসলাম
নিকুঞ্জ, ঢাকা
২৬-১২-২০২১