কবি হারুন অর রশিদ হীরার নতুন কবিতা একলা মনে হলে প্রকাশিত হয়েছে। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রকাশিত হয়। কবিতাটিতে কবি তার প্রিয়তমার একাকীত্বে সঙ্গী হবার ইচ্ছের কথা জনিয়েছেন কাব্যের ভাষায়।
একলা মনে হলে
হারুন অর রশিদ হীরা
কোন মেঘলা দিনে একলা মনে হলে
চুপটি করে বসে থেকো দখিন দুয়ার খুলে
দূর আকাশে কালো মেঘের ভাঁজে
হারিয়ে ফেলা এই আমাকে পাবে তুমি খুঁজে।
কোন মেঘলা দিনে একলা মনে হলে
বেড়িয়ে পড়ো বন্ধ দুয়ার খুলে
তোমায় ছোঁতে আসব আমি বৃষ্টি ধারা হয়ে
ছোঁয়ে যাব নীল শাড়িটা, নুপুর তোমার পায়ে।
কোন মেঘলা দিনে একলা মনে হলে
পড়তে বসো ছেঁড়া চিঠি নীল খামটা খুলে
আমায় তুমি পাবে রং হারানো শব্দগুলোর মাঝে
হঠাৎ করে ভালবাসার নতুন কত অর্থ পাবে খুঁজে।
ঢাকা-২২/০৬/২০২১