আমিরুল ইসলামের নতুন কবিতা ‘আশীর্বাদ’

0
36

কবি আমিরুল ইসলামের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। বিডিনিউজ ট্র্যাকারের সাহিত্য পাতায় কবিতাটি প্রথম প্রকাশ করা হয়।

‘আশীর্বাদ’
– কবি আমিরুল ইসলাম বাপন

আমাকে দেখেছিল নতুন এক গ্রামে
আমাকে ডেকেছিল ভিন্ন কোন নামে
আমি তো দেইনি সারা
ক্ষত পায়ে ছিলো মোর অনেক তাড়া
তবু বিদ্বেষহীন তাকিয়ে হাত রেখেছিলাম
অ-পথিকের প্রথমা প্রেম যে’তু পেলাম

প্রথমাই হবে যে প্রথম দুঃখের কারন
ক্ষত পা’র ছিলো সেটা পয়লা বারণ
তবুও মানেনি কবি’র অস্হির মন,
কোমলমনা মায়িফার প্রেম নিবেদন
করতে গিয়েই প্রেমে আটকে যখন।

নারী ও বেদনাহীন এতোকাল গেল
অতঃপর বিষাতে জীবন বিষমুখী এল
কথায় তার মধু ঝরে মধুতে বিষ
এন্টিসেপটিকলি ছিলো যতো অহর্নিশ
সবই আজ ছায়া হয়ে ভাসে দু’চোখে
যতোটা না হতো তার মরণ-শোকে

আশীর্বাদ দেই তারে দুঃসময় পাক,
দুঃখকে সঙ্গী করে জীবন কাটাক।

সারদা ঘোষ রোড,মমিসিং।
১৫/০৪/২২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here