মাহবুবুর রহমানের নতুন কবিতা “ক্ষমা করো”

সৃষ্টিশীল কবি ও লেখক মাহবুবুর রহমানের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। ফিলিস্তিনের অসহায় শিশুদের প্রতি উৎসর্গিত কবিতাটি বিডিনিউজ ট্র্যাকারের সাহিত্য বিভাগেই প্রথম প্রকাশিত হয়। কবিতার নাম ক্ষমা করো।

ক্ষমা করো

মাহবুবুর রহমান

পশ্চিম আকাশ আজ হিংস্র শকুনদের দখলে,
কালো কালো মেঘেরা শক্ত পোক্ত জমায়েত হয়েছে।
সবকিছু আর্তনাদ ক্লান্তিতে গুমোট হয়ে আছে
যেন অন‍্যায় রতিক্লান্ত কিশোরীর টলমলে চোখ
অপেক্ষমান শুধু বিচার পাবার, ন‍্যায় পাবার।

হাজারো নিষ্পাপ মুখ, নির্মোহ চোখ,
নিষ্ঠুর যাঁতাকলে পিষ্ট হয়-
ধ্বনি ভেসে আসে, “বিচার চাই! বাঁচতে চাই!”
দুঃখরা এখানে জীবন্ত, গুঙ্গানী বাকময়।
অবুঝ শিশুদের বিশুদ্ধ রক্ত এখানে প্রতিদিন
ঝরে পড়ে চোখের অশ্রু শুকিয়ে যাওয়া
মায়ের বিষাদাক্রান্ত কোল জুড়ে, বুলেটের কামড়ে।
শিশুরা এখানে মায়ের উদরেও নিরাপদ নয়,
জালিমের রক্ত চক্ষু সবকিছু শুষে নিতে চায়।

স্বাধীনতা-
এটা তাঁদের ভুমিতে তাঁদের আজন্ম অধিকার।
স্বাধীনতা, তোমরা তাঁদের দিতে পারনি;
স্বাধীনতা হত‍্যার সহযোগী হয়েছ, নিরব থেকেছো।
হে সাগর পারের শিশু, আমায় ক্ষমা করো।

(ফিলিস্তিনকে উৎসর্গিত)
৯ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
শনিবার, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer