প্রতিটি ব্যবসাতেই ভিন্ন ভিন্ন কিছু নিয়ম কানুন থাকে কিন্তু ঢাকার নিউ মার্কেটের দোকানিদের এমন কিছু নিয়ম কানুন আছে যা শুনলে যে কেউ মেজাজ হারিয়ে ফেলবেন। যে কারণে নিউ মার্কেটকে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক মার্কেট। বিডিনিউজ ট্র্যাকার পাঠকদের জন্য আজ থাকছে নিউমার্কেটের দোকানিদের সেই ১০টি ঘৃণিত রুলস-
০১. যে কোন পণ্য দেখলেই দাম বলতে হবে।
০২. দাম চাইবে ১০-১৫ গুণ বেশী।
০৩. কাস্টমার দাম না বললে গালাগালি করবে।
০৪. কম দাম বললেও গালাগালি করবে।
০৫. আপনি কিছু বললে মারতে আসবে বা গালাগালি করবে।
০৬. সন্ত্রাসীর মতো আচরণ করবে।
০৭. ভিড়ের মধ্যে মেয়েদের গায়ে হাত দিবে।
০৮. কেউ প্রতিবাদ করলে আশেপাশের দোকান থেকেও ১০/১২ জন এসে সন্ত্রাসী স্টাইলে কাস্টমার কে শাসানি দিবে।
০৯. টাকার গরমে এমন ভাব নিবে যে ওরা ছাড়া কেউ মানুষ ই না।
১০. আশে পাশের ফুটপাত দখল করে রাখবে যেন পৈতৃক সম্পত্তি।
এবিএম রাসেল নামের একজন ভুক্তভোগী বলেন- আসুন ব্যবসায়ী নামক দ্রব্যমূল্যের উর্ধগতির জন্য দায়ী এসব সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্রশাসনকে সহযোগিতা করি। প্রতিবাদ করি প্রতিটা অন্যায়ের। আমি ঢাকা কলেজের ছাত্র নই তবুও ঢাকা কলেজের পক্ষে আছি। আসুন ঢাকা কলেজের পক্ষে দাঁড়াই। প্রতিবাদ করি সবাই দেখিয়ে দেই ছাত্ররা ন্যায়ের পক্ষে কতটা শক্তিশালী।