ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইয়ের হ্যাটট্রিক পরাজয়

২০২২ আইপিএল আসরে ১১তম ম্যাচে পাঞ্জাবের সাথে টস জিতে বল নেয় চেন্নাইয়ের নতুন অধিনায়ক রাবিন্দ্র জাদেজা।শুরু তে ১৪ রানে ২ উইকেট পড়লেও সাময়িক বিপদ সামাল দেন অভিজ্ঞ শিখর ধাওয়ান ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। শিখর ধাওয়ান ২৪ বলে ৩৩ করে আউট হলেও ঝড়ো ইনিংস খেলেন লিভিংস্টোন।মাত্র ৩২ বলে ৫টি ৬ আর ৫টি ৪ মেরে জাদেজার বলে আউট হওয়ার আগে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মাঝে ১৭ বলে উইকেট কিপার জিতেশ সারমা ২৬ রান করেন।তারপর আর কেউ ভালো না করায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮০ রান করেন পাঞ্জাব।

১৮১ রানের টার্গেটে খেলতে নেমে পাওয়ার প্লেতের ভিতর মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে চেন্নাই। আর লাস্ট দিকে শিভম দুবে ৩০ বলে ৫৭ রানে আউট হলে আর কোনো সম্ভাবনা জাগে নাই। ফলে ১৮ ওভারে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় গত বারের চ্যাম্পিয়নরা। ফলে ৫৪ রানের বিশাল জয় পায় পাঞ্জাব কিংস।রাহুল চাহার ৪ ওভারে ২৩ রানে নেন ৩ উইকেট। ৩ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে ওঠে আসলো পাঞ্জাব কিংস।আর টানা ৩ হারে টেবিলের ৯ম স্থানে নেমে গেলো চেন্নাই সুপার কিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer