১৫তম আইপিএলে ১০তম খেলায় মোস্তাফিজুর রহমান তার ১ম খেলায় মাঠে নামে তার নতুন দল দিল্লি কেপিটাল্সের হয়ে।পুনেতে টস জিতে গুজরাট টাইটান্স এর সাথে আগে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লির অধিনায়ক রিসাব পন্ত।১ম অভারে মোস্তাফিজের হাতে বল তুলে দেয় অধিনায়ক পন্ত।১ম অভারের ৩য় বলেই উইকেটের দেখা পান কাটার মাস্টার।মেথু ওয়েড কে কট বিহাইন্ড করেন।১ম অভারে ৭ রান দিয়ে ১ উইকেট নেন ফিজ।দলীয় ৬ষ্ঠ অভারে দেন ৫ রান।এই দিন দারুণ ইনিংস খেলেন গুজরাটের ওপেনার সুবমান গিল।৪৬ বলে ৬টি ৪ আর ৪টা বিশাল ছক্কা হাকান তিনি।করেন ৮৪ রানের ঝলমলে ইনিংস।
এর পর দলীয় ১৭তম অভারে ফিজ ৮ রান দেন।তখন তার বোলিং ফিগার ছিল ৩ অভারে ২০ রানে ১ উইকেট। ইনিংসের শেষ অভারে বাজিমাত করে অধিনায়কের মন জয় করে ফেলেন ফিজ।শেষ অভরের ৩য় বলে রাহুল তিয়াটিয়া ও ৫ম বলে অভিনভ মনোহার কে আউট করেন কাটার মাস্টার। লাস্ট অভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজ। ৪ অভারে ২৩ রানে ৩ উইকেট পায় বাংলাদেশের কাটার মাস্টার।নতুন দলে দারুন অভিষেক হলো মোস্তাফিজের। গুজরাট তাদের ২০ অভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেন।১৭২ রানের টার্গেটে এখন মাঠে নেমেছে দিল্লি কেপিটাল্স