দীর্ঘ সাত বছর পর মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মীর শরীফ মাহমুদকে সভাপতি এবং ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মির্জাপুর সরকারি কলেজ মাঠে দলীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। এর আগে এই সম্মেলনের উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
মির্জাপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষিমন্ত্রি ড. আব্দুর রাজ্জাক এমপি। অন্যান্যদের মধ্যে ব্ক্তৃতা করেন বাংলাদেশ আ.লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাক মির্জা আজম এমপি, বাংলাদেশ আ. লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষযক সম্পাদক শামসুন নাহার চাপা, বাংলাদেশ আ.লীগের সদস্য এডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, গোপালপুর ভুয়াপুর আসনের এমপি তানবির হাসান ছোট মনির, মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ, মির্জাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ প্রমুখ।