কুড়িগ্রামে কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিকেল থেকে সকাল পর্যন্ত পড়ছে ঘন কুয়াশা। ফলে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষেরা গরম কাপড়ের অভাবে সকালে কাজে যেতে পারছে না। এ ছাড়া দিনের বেলায়ও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশায় ঘটছে দুর্ঘটনাও।
আজ সোমবার ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তাপমাত্রা আরও কমবে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অফিস। যত দিন যাবে, শীতের তীব্রতা তত বাড়বে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
শীতের প্রকোপে শীতজনিত রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে,শিশুদের নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ বয়সের মানুষ।
অনেক পরিবার অভাবে কিনতে পারছে না শীতের পোশাক। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।