অর্ধেক বেতন কমিয়ে বার্সেলোনায় থাকছেন মেসি

0
18

শেষ পর্যন্ত বার্সেলোনায় থাকছেন লিওনেল মেসি। বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল এই আর্জেন্টাইন তারকার চুক্তি নিয়ে। এবার সেই আলোচনায় জল ঢেলে দিয়েছেন মেসি নিজেই। বার্সেলোনার সঙ্গে আরও পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন তিনি।

ইএসপিএনের খবরে জানা গেছে, দীর্ঘমেয়াদে চুক্তির জন্য বড় অঙ্কের পারিশ্রমিক কমাতেও রাজি হয়েছেন মেসি। আগের চেয়ে অর্ধেক বেতন কমিয়ে আগামী পাঁচ বছরের জন্য কাতালান ক্লাবেই থাকছেন তিনি।

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে গেছে সম্প্রতি। এর আগে ২০১৯- ২০২০ সালে মেসির বার্সা ছাড়ার আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত তিনি যাননি।

কোপা আমেরিকার মাঝেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছিল মেসির। প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চার বছরের চুক্তি শেষ হয় গত ৩০ জুন।

মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা তৈরি হলে পিএসজি ও ম্যানচেস্টার সিটি আর্জেন্টাইন তারকাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে বার্সার প্রেসিডেন্ট হিসেবে লাপোর্তার ফেরার পরেই মেসির ক্লাবে থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। শেষ পর্যন্ত তাই হচ্ছে।

দ্রুতই বার্সেলোনার সঙ্গে মেসির নতুন চুক্তির কথা অনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ক্লাবটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here