অনেকদিন পর আর্জেন্টিনা খেলল আর্জেন্টিনার মতই। লাগাতার ড্র আর কস্টার্জিত জয়ের পর এবার পুরো ছন্দের সেই চিরচেনা আর্জেন্টিনার দেখা মিলেছে। গোলকিপার কিছু ভালো সেইভ না দিলে স্কোর আরো বাড়তে পারতো হয়তো মেসির হ্যাট্রিক ও হয়ে যেতে পারতো। তা না হলেও একাধিক রেকর্ডে দিনটি ছিলো মেসির রেকর্ডময় এক দিন। যেদিন বলিভিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তারা।
সবকিছু ছাপিয়ে মেসি অন টপঃ কোপা আমেরিকার চলতি আসরে লিডিং স্কোরার লিস্টে ৩ গোল করে সবার উপরে মেসি।
এদিন আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ৭৫ এ নিয়ে যান মেসি। আর মাত্র ২ গোল করলে ছুঁয়ে ফেলবেন পেলেকেও। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও গড়েন এদিন।
হাভিয়ের মাশ্চেরানোকে টপকে আর্জেনটিনা জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। সেই সাথে কোপা আমেরিকায় সর্বাধিক গোল স্কোরারের তালিকায় ১২ গোল করে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন মেসি। সেরা হতো চাই আরও ৫ গোল।