কবিতাঃ হার-মানা হার

0
42
কবি রহুল আমিনের নতুন কবিতা কবিতাঃ হার-মানা হার
তোমার কাছে হার মেনেছি বারেবারে
বুঝিনি তো পরাজয়ে আছে রে সুখ!
তোমার গানের সুর সেধেছি বীণাতারে
অন্তরের দর্পণে দেখি তোমার ও মুখ।
ঝিনুক যেমন মুক্তো ধরে আপন বুকে
কুঁড়ির প্রাণে পাপড়ি-জাগা সুপ্ত হাসি,
সূর্য খোঁজে ফুটলো কোথায় সূর্যমুখী
উদার প্রাণে বিলায় আলোকসুধারাশি।
অন্তরের সলিলে বহাও ফল্গুধারা
সঞ্জীবনী সুধা ঢালো তাপিত প্রাণে,
সাগর যখন তৃষ্ণা লয়ে আসমানে চায়
ভরিয়ে দাও শীতল মেঘের বরিষণে।
ভালোবাসার তীব্র খরায় বুকের জমিন
ফেটে যখন চৌচির হয় নীরব দুখে,
উথলে উঠা ঢেউয়ে ভাসাও জোয়ারজলে
বিপন্ন প্রাণ জেগে ওঠে অসীম সুখে।
পথভোলা এই পথিকেরে অন্ধকারে
পথ দেখালে দীপ্ত আলোর প্রদীপ জ্বেলে,
পথের প্রান্তে পেলাম তোমায় প্রিয়তমা
হার-মানা হার পরিয়ে দেবো তোমার গলে।
কবিতাঃ হার-মানা হার
–জি এম রুহুল আমিন
২২.০৬.২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here