ফুটবলের উন্নয়নে দরকার সুনির্দিষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা

1
18

ওমানের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ ৷তবে গুড নিউজ হল এফসির নিয়ম চেন্জ হওয়ায় ভাগ্যগুণে সর্বশেষ দল হিসেবে সরাসরি এশিয়া কাপ বাছাই খেলার সুযোগ পেয়েছে লাল সবুজ জার্সিধারীরা ৷ শক্তির বিচারে ওমান বহুগুণ এগিয়ে ৷মাঠেই তার প্রমাণ মিলেছে ৷

ফুটবলকে এগিয়ে নিতে হলে একটি নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা দরকার ৷পরিকল্পনা ছাড়া কখনো এগোনো যায় না ৷আমাদের প্রথম পরিকল্পনা হলো এশিয়া কাপে কোয়ালিফাই করা ৷সে লক্ষ্যেই বাফুফের কাজ শুরু করা উচিৎ ৷ পরিকল্পনা আর লক্ষ্য নিয়ে কিভাবে উন্নতি করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ভারত ৷

যে দলটা দশ বছর আগেও ১৭০ র্যাংকিং ছিল তারা আজ ৯৭ এ এসেছিল ৷বড় বড় দলের সাথে জিততে না পারলেও ড্র করছে ৷কাতারের বিপক্ষে তো দশ জনের দল নিয়েও মাত্র ১টি গোল খেল ৷দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কারণে বদলে গেছে জাপানের ফুটবল ৷

তারা ২০৫০ সালে বিশ্বজয়ের লক্ষ্য নিয়েই ফুটবল উন্নয়নে কাজ করে যাচ্ছে ৷ কাতার প্রবাসী ফুটবলারদের নাগরিকত্ব দিয়েই আজ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে এবং বিশ্বকাপ আয়োজন করছে ৷ বাফুফের উচিৎ ফুটবলের অবকাঠামোর উন্নয়ন এবং যারা প্রবাসী ফুটবলার রয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের কোন প্রকার শর্ত ছাড়া দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করতে দেওয়া ৷ ফুটবলে সুদিন ফিরবেই ইনশাআল্লাহ ৷

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here